আই লিগে অবনমনের খাঁড়া ঝুলছে। তবে এখনও ট্রফি জেতার সুযোগ রয়েছে দু’টো টুর্নামেন্টেকলকাতা লিগ এবং আই এফ এ শিল্ড। এবং সেখানে সাফল্য পেতে বাগান যে কতটা মরিয়া তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবারের দু’টি ঘটনায়।
মরক্কো থেকে দীর্ঘ আটচল্লিশ ঘণ্টা পর শহরে ফিরে এবং বিমানযাত্রার ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে বিমানবন্দর থেকে সরাসরি অনুশীলনে নেমে পড়লেন করিম বেঞ্চারিফা।
অন্য দিকে টোলগে-অরিন্দমদের বকেয়া বেতন নিয়ে ক্ষোভ সামাল দিতে কর্তারা দীর্ঘক্ষণ সভা করলেন। নির্দিষ্ট তারিখও দেওয়া হল যাতে খুশি মনে মাঠে নামতে পারেন ফুটবলাররা। |
শনিবারই ম্যাচ রয়েছে মোহনবাগানের। প্রতিপক্ষ মহমেডান। কিন্তু সবথেকে বড় কথা ওই ম্যাচ থেকেই সরকারিভাবে মাঠে নামছেন নতুন কোচ সঞ্জয় সেন। সঞ্জয় সবসময়ই বড় গাঁট সবুজ-মেরুনের। সেটাই ভাবাচ্ছে করিমকে। সব থেকে বড় কথা ওই ম্যাচটা না জিততে পারলে ডার্বি ম্যাচের কোনও গুরুত্বই থাকবে না। লিগ জেতার হ্যাটট্রিক করার পথে মর্গ্যান অনেকটাই এগিয়ে যাবেন। ওই ম্যাচ খেলেই কল্যাণীতে শিল্ড খেলতে যেতে হবে ওডাফাদের। মোহনবাগানের গ্রুপে কোস্তারিকার সাপ্রিসা রয়েছে। দু’জন প্রাক্তন বিশ্বকাপার সমৃদ্ধ দলটির আজই শহরে আসার কথা। এই গ্রুপে আছে পুণে এফ সি এবং ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডও। করিম রাতে বললেন, “ওডাফার সামান্য জ্বর। আজ অনুশীলন করেনি। কাল হয়তো মাঠে আসবে। দু’-একজন ফুটবলারের চোট আছে। আমাদের সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ।”
ইস্টবেঙ্গল অবশ্য আজ শুক্রবারই শিল্ড খেলতে শিলিগুড়ি রওনা হয়ে যাচ্ছে। তাদের প্রথম খেলা ৩ মার্চ পৈলান অ্যারোজের সঙ্গে। জাতীয় দলে থাকা মেহতাব হোসেন, রবিন সিংহ, রাজু গায়োকোয়াড়ের জায়গায় দলে নেওয়া হয়েছে ভাসুম, মননদীপ সিংহ এবং গুরবিন্দর সিংহকে। ইস্টবেঙ্গলের গ্রুপে আছে প্রয়াগ এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা। ট্রেভর মর্গ্যান তাঁর দল নিয়ে টুর্নামেন্ট শুরুর দু’দিন আগে পৌছে গেলেও শিলিগুড়ির কর্তারা অবশ্য বারবার সূচি পরিবর্তন হওয়ায় বিরক্ত। শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব অরূপ রতন ঘোষ ফোনে বললেন, “এক একবার এক এক রকম সূচি পাঠাচ্ছে আই এফ এ। ফলে উদ্বোধন অনুষ্ঠানটাই করা যাচ্ছে না।” বাংলাদেশের মুক্তিযোদ্ধা দলের ভিসা পাওয়া নিয়েও সমস্যা তৈরি হয়েছে। |