রোনাল্ডোর হুঙ্কার, জ্বরে কাঁপছেন মেসি
আগামী পাঁচ দিনে দুই মেগাম্যাচ নিয়ে তেতে উঠছে ফুটবল-বিশ্ব
‘এল ক্লাসিকো’য় রিয়ালের বার্সা-বধের পরের দিন দুই মেগা টিমের দুই সুপারস্টার ফুটবলারের আপডেট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচের জন্য হুঙ্কার দিচ্ছেন! আর লিওনেল মেসি শনিবার পরবর্তী ‘এল ক্লাসিকো’র আটচল্লিশ ঘণ্টা আগে জ্বরে কাঁপছেন!
ঘরের মাঠে রিয়ালের কাছে বিশ্রী হারের পর বার্সার প্রথম প্র্যাক্টিসে বুধবার নামতে পারেননি মেসি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল মেসিকে তাঁর বাড়িতে গিয়ে শারীরিক পরীক্ষা করে এসেছে। তাঁকে জ্বরের ওষুধ দেওয়া হয়েছে। এবং পরামর্শ দেওয়া হয়েছে বিশ্রাম নেওয়ার। যার পর রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে, তা হলে কি মেসি মঙ্গলবার রাতে এল ‘ক্লাসিকো’য় পুরো সুস্থ অবস্থায় খেলেননি? সে জন্যই কি এলএম টেন-এর এত বিশ্রী পারফরম্যান্স ওই ম্যাচে? মেসির সে দিন পুরো ৯০ মিনিটে একটা শটও গোলমুখী হয়নি। সঠিক পাসিং ছিল ৭৫ শতাংশ। যা সে দিন ন্যু কাম্পে বার্সেলোনার ফুটবলারদের মধ্যে সবচেয়ে কম।
শনিবার বের্নাবৌ-এ লা লিগা-র ‘এল ক্লাসিকো’ খানিকটা অপ্রত্যাশিত ভাবে স্থানীয় সময় দুপুরে দেওয়া হয়েছে। যাতে রিয়াল মাদ্রিদ ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ নক আউটের মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে যথাসম্ভব বেশি বিশ্রাম পায়। যদিও রিয়ালের এক জন ফুটবলার এখন থেকেই উত্তেজনায় ফুটছেন। তিনি রোনাল্ডো ওল্ড ট্র্যাফোর্ডে তো শুধু খেলবেনই না, পুরনো ক্লাবের ঘরের মাঠে সি আর সেভেন-এর আবেগময় প্রত্যাবর্তন ঘটবে। যা দেখার অপেক্ষায় গোটা ফুটবল-বিশ্ব। এবং মহাম্যাচের দিনকয়েক আগেই রোনাল্ডো আসর জমিয়ে দিয়েছেন এই বলে যে, “রিয়াল মাদ্রিদ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-কে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দেওয়ার জন্য তৈরি।”
দু’দলের শেষ ষোলোর প্রথম পর্ব ১-১ শেষ হয়েছিল। রিয়ালের গোল রোনাল্ডোই করেছিলেন। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি ম্যাচটা যতটা রোনাল্ডো বনাম রুনি-র, ততটাই ফার্গুসন বনাম মোরিনহো-র। বিশ্ব ক্লাব ফুটবলের দুই ধুরন্ধর কোচিং-মস্তিষ্কের। ম্যান ইউ বস দু’দিন আগেই ন্যু কাম্পে প্রায় লুকিয়ে ‘এল ক্লাসিকো’য় রোনাল্ডো এবং রিয়ালকে মেপে এসেছেন। কিন্তু ফার্গুসনের ‘গুপ্তচরগিরি’ও আপাতত আলোচনার নীচের সারিতে। শীর্ষে রোনাল্ডোর তাঁর পুরনো ক্লাবকে হুঙ্কার। “বার্সেলোনার সঙ্গে আমরা গ্রেট ফুটবল খেলেছি। দুর্দান্ত সিরিয়াস ছিল গোটা দল। এই পারফরম্যান্স ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচের জন্য আমাদের প্রচুর আত্মবিশ্বাস বাড়াল। ওই ম্যাচটা আমরা ঠিক বার্সা ম্যাচের মোডেই খেলতে চাই,” বলেছেন তিনি।
রোনাল্ডোর জন্য প্রশংসা ঝরে পড়ছে তাঁর অধিনায়ক কাসিয়াসের গলায়। রিয়ালের সেরা গোলকিপার চোটের জন্য মাঠের বাইরে। তা সত্ত্বেও কোচ মোরিনহো গত পরশু রিয়ালের বড় ব্যবধানে অ্যাওয়ে ‘এল ক্লাসিকো’ জয়ের পর নিজে সাংবাদিক সম্মেলনে না গিয়ে কাসিয়াসকে পাঠিয়েছিলেন। যে জয়কে কিনা ফুটবল-পণ্ডিতরা মনে করছেন, মোরিনহোর আমলে রিয়ালের সবচেয়ে তাৎপর্যপূর্ণ জয়। কৃতজ্ঞ কাসিয়াস তবু মোরিনহোর আগে রোনাল্ডোর নাম করছেন। “ক্রিশ্চিয়ানো এমনিতেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার। এই মুহূর্তে ও অসাধারণ ফর্মে রয়েছে। নিজের সর্বোচ্চ ফুটবলটা রিয়ালকে দিচ্ছে।”
রিয়ালে রোনাল্ডোর সতীর্থ জাভি আলোন্সো আবার পরের সপ্তাহে ম্যান ইউয়ের সঙ্গে তাঁদের ম্যাচকে “খাঁটি ফুটবল” বলে এখনই তকমা দিচ্ছেন। লিভারপুলের প্রাক্তন মিডফিল্ডারের ব্যাখ্যা, “এই দুই ক্লাবের বিশাল সমর্থক, সাফল্য আর সুপ্রাচীন ইতিহাসের দৃষ্টিকোণে ওল্ড ট্র্যাফোর্ডের লড়াই খাঁটি ফুটবলের জন্ম দেবে বলে বিশ্বাস করি।”

দুই মহা-লড়াই
শনিবার রাত সাড়ে আটটায়

(লা লিগা ‘এল ক্লাসিকো’, বের্নাবৌতে)
মঙ্গলবার রাত ১-১৫

(চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফিরতি ম্যাচ, ওল্ড ট্র্যার্ফোডে)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.