টুকরো খবর
ক্রীড়া বাজেট হতাশাজনক
দেশের সাধারণ বাজেটে এ বারও দুয়োরানির তালিকায় রয়ে গেল যুব ও ক্রীড়ামন্ত্রক! কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্পোর্টস বাজেট বেশ হতাশাজনক। খাতায় কলমে অবশ্য গত বারের তুলনায় এ বার ২১৪ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। যুব ও ক্রীড়ামন্ত্রকের জন্য মোট ১২১৯ কোটি টাকা ধার্য হয়েছে। এর মধ্যে ১০৯৩ কোটি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। বাকি ১২৬ কোটি রেখে দেওয়া হবে। ভবিষ্যতে হঠাৎ কোনও দরকার পড়ে সে জন্য। গত বার ১১৫২ কোটি টাকা ক্রীড়া খাতে বরাদ্দ করা হলেও পাওয়া গিয়েছিল ১০০৫.৬০ কোটি। গত বারের বকেয়া টাকা মিলিয়ে যা দেখা যাচ্ছে তাতে এ বছর উলটে ৩৬ কোটি টাকা কম পাচ্ছে যুব ও ক্রীড়ামন্ত্রক। এর মধ্যে আবার ২৫০ কোটি বরাদ্দ হয়েছে পাতিয়ালার সাইয়ের জন্য। যুব ও ক্রীড়ামন্ত্রকের হাতে থাকছে ৯৬৯ কোটি। যেটা দিয়ে গোটা বছর ক্রীড়া খাতে যাবতীয় খরচ চালাতে হবে।

সুটিলকে ফেরাল ফোর্স ইন্ডিয়া
নতুন মরসুমের প্রথম রেস শুরু হতে মাত্র সতেরো দিন বাকি থাকতে অবশেষে দলের দ্বিতীয় চালক চূড়ান্ত করল ফোর্স ইন্ডিয়া। আর ফেরাল সেই আদ্রিয়ান সুটিলকেই। ২০১১-য় সুটিলকে ছেঁটে নিকো হুল্কেনবার্গকে নিয়েছিল বিজয় মাল্যর দল। কিন্তু নিকো এ বার স্যবারে চলে যাওয়ায় অনেক বিবেচনার পর পুরনো চালককেই আবার সুযোগ দিল তারা। তিরিশ বছরের সুটিল এ দিন বলেছেন, “ফর্মুলা ওয়ানে অনেককিছু প্রমাণ করার আছে বলেই এ বছর আমি বাড়তি প্রতিজ্ঞা নিয়ে লড়াই করব।” মাল্যও আশাবাদী। বলেছেন, “সুটিল যদি ২০১১-র মতো ফর্ম দেখাতে পারে, তা হলে গত মরসুমের থেকে ভাল করায় আমাদের কোনও সমস্যা হবে না।”

বিপদে বেনিতেজ
নিজের ক্লাবের মালিককে একহাত নেওয়া। সঙ্গে ক্লাব সমর্থকদের উদ্দেশ্যে কটু মন্তব্য। দুইয়ের জেরে চেলসি কোচ রাফা বেনিতেজ দল থেকে বহিষ্কারের মুখে। যখন কিনা গত রাতে মিডলসবরো-কে ২-০ হারিয়ে চেলসি এফ এ কাপ কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি। এমনকী মরসুমের বাকি সময় চেলসি কোচ হিসেবে ক্লাবের প্রাক্তন বস আব্রাম গ্রান্ট-এর নামও উঠে গিয়েছে। চেলসির সিনিয়র কর্তারা এমনও বলছেন যে, বেনিতেজের নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে! প্রাক্তন লিভারপুল কোচ বেনিতেজ তাঁর বর্তমান দল চেলসির সমর্থকদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, তারাই দলের ফুটবলারদের উপর অহেতুক চাপ তৈরি করে। আর চেলসি-র রুশ মালিক আব্রামোভিচ সম্পর্কে বলেছেন, “আমাকে যে উনি এই ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ করেছেন সেটা আমি জানতামই না। এই দায়িত্ব নিয়ে মহাভুল করেছি।”

চণ্ডী গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা সিএবিতে
প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায়ের স্মরণসভায় এলেন চুনী গোস্বামী ও পি কে বন্দ্যোপাধ্যায়। ছিলেন পুত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ইডেনে এই স্মরণসভায় সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া বলেন, ক্রিকেট প্রশাসক হিসেবে চণ্ডীবাবু কতটা দক্ষ ছিলেন সেই কথা। দু’জনের সম্পর্কের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী মদন মিত্রও বলেন বাংলার ক্রিকেটে চণ্ডীবাবুর অবদানের কথা।

ব্যারেটোরা জিতলেন
কলকাতা লিগে হোসে ব্যারেটোর ভবানীপুর ২-১ হারাল রঘু নন্দীর এরিয়ানকে। গোল করেন ব্যারেটো এবং অরুণ পাণ্ডিয়া। সাদার্ন সমিতি ২-০ হারায় কালীঘাট মিলন সমিতিকে।

অন্য খেলায়
• হাইকোর্ট ক্লাবের উদ্যোগে প্রধান বিচারপতি একাদশ বনাম অ্যাডভোকেট জেনারেল একাদশ প্রীতি ক্রিকেট ইডেনে আগামী ৯ মার্চ। সকাল ৯টা থেকে।

• আন্তঃ জেলা অ্যাথলেটিক্স মিট ২৩-২৪ মার্চ সাই স্পোর্টস কমপ্লেক্সে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.