হতাশার আঁধারে ডুবেছে কংগ্রেস ভবন
প্তম বামফ্রন্ট সরকারের হাল ধরতে চলেছেন। মুখ্যমন্ত্রী মানিক সরকারের চোখে মুখে ঠিকরে পড়ছে আত্মবিশ্বাসের দ্যুতি।
বিরোধী কংগ্রেস ভবনে যেন অমাবস্যার অন্ধকার। কংগ্রেস ভবনে সমর্থক-কর্মীদের মনমরা চিত্র। ‘পরিবর্তন’-এর স্লোগানে রাজ্যবাসীর মন মজেনি, সেটা বিরোধী জোট এখন বুঝতে পেরেছে। ভোট-পরবর্তী ত্রিপুরা রাজনীতির এখন এটাই চিত্র।
সাব্রুম থেকে মেলাঘর, ধনপুর থেকে মান্দাই, ধর্মনগর থেকে আগরতলা, বিশালগড় থেকে আমবাশা সর্বত্রই রাজ্যের বামফ্রন্ট নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন কর্মী-সমর্থকেরা। লাল আবিরে রাঙিয়ে, গান গেয়ে, নৃত্যের তালে তালে পা মিলিয়ে। আবাল-বৃদ্ধ-বণিতা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে জানিয়েছেন, ‘লাল সেলাম’।
হল না পরিবর্তন। থেমে গিয়েছে কাউন্ট ডাউন ঘড়িও।
আগরতলার কংগ্রেস ভবনে। —নিজস্ব চিত্র
নির্বাচনী প্রচারে শেষ লগ্নে আসা রাহুল গাঁধীকে একদমই ব্রাত্য করে দিয়েছেন এক দিকে শহুরে মধ্যবিত্ত, অন্য দিকে গ্রামের বিপিএলভুক্ত দরিদ্র মানুষ দু’ তরফের কথাতেই স্পষ্ট। শহরতলিতে একটি মুদিখানার দোকান চালান মিলন দেববর্মা। বলছেন, ‘রাহুল গাঁধী শেষ লগ্নে এসে বাজিমাত করতে চেয়েছেন। আমবাসার টিলায় কী ভাবে ঝুম-খেতি করতে হয় উনি জানেন? হেলিকপ্টারে উড়ে প্রচারে ধাঁধা লাগালেই হবে?’ একই ভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের প্রতি সমান ভাবে বীতশ্রদ্ধ মেলাঘর থেকে আসা মইউদ্দিন ইসলাম। তাঁর প্রশ্ন মানুষের বন্ধু কে? ‘যখন তখন প্রয়োজন-অপ্রয়োজনে দিল্লি উড়ে যান যাঁরা? যাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি থাকতে চান?’ প্রায় একই সুর নির্বাচিত কংগ্রেস প্রার্থী দিলীপ সরকারের, ‘রাজ্যে কংগ্রেসের বিপর্যয় নিয়ে কিছু বলতে পারব না। আমি সারা বছর জনগণের পাশে থাকি, তাই জিতেছি।’
মেলারমাঠে সিপিএমের রাজ্য দফতরে রাজ্য সম্পাদক বিজন ধরকে গোলাপ নিয়ে অভিনন্দন জানালেন দলের এক লাজুক কমরেড। সঙ্গে আবির তো ছিলই। এর ঠিক বিপরীত দৃশ্য কংগ্রেস, আইএনপিটি এবং বিজেপি দফতরে। গত বারের চেয়েও কম আসন নিয়ে বিরোধী আসনে বসতে হবে কংগ্রেসকে। আপাতত সেই প্রস্তুতিই চলছে কংগ্রেস শিবিরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.