|
|
|
|
টুকরো খবর |
দিল্লি ধর্ষণে নাবালকের বিরুদ্ধে খুনের চার্জও |
দিল্লি গণধর্ষণে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চার্জ গঠন করার নির্দেশ দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। গণধর্ষণে ওই নাবালকের ভূমিকায় বিস্মিত হয়েছিলেন পুলিশ-কর্তারাও। তবে নাবালক হওয়ায় তার বিচারের দায়িত্ব জুভেনাইল বোর্ডকে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার মুখ্য ম্যাজিস্ট্রেট গীতাঞ্জলি গয়াল জানান, প্রাথমিক ভাবে ওই নাবালকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চার্জ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। ১৬ ডিসেম্বর দিল্লিতে যে বাসে গণধর্ষণ হয়, সেই বাসেই এক সব্জি বিক্রেতার কাছ থেকেও ওই ছেলেটি ও তার সঙ্গীরা ছিনতাই করে বলে অভিযোগ। তার বিরুদ্ধে ডাকাতি, আটক রাখা ও প্রমাণ নষ্টের চার্জও গঠন করা হবে। অভিযুক্ত জানিয়েছে, সে নির্দোষ। দু’টি অভিযোগেরই সে আইনি পথে জবাব দেবে।
|
বিমান-কারাটের দিল্লি যাত্রা আজ |
সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু এবং দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট হাত ধরাধরি করে দিল্লি যাত্রায় বেরোচ্ছেন। আজ, শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে যাত্রার সূচনা হবে। দেশের চার প্রান্ত থেকে চারটি কেন্দ্রীয় ‘সংঘর্ষ-সন্দেশ জাঠা’ দিল্লি যাচ্ছে। তার মধ্যে কলকাতার কেন্দ্রীয় জাঠাটির উদ্বোধন আজ। কারাট, বিমানবাবু ছাড়াও অন্য রাজ্যের সিপিএম নেতৃত্বও থাকবেন উদ্বোধনে। অসম-ওড়িশা থেকে উপ জাঠা যোগ দেবে কলকাতার কেন্দ্রীয় জাঠার সঙ্গে। দিল্লির পথে জাঠায় যোগ দেবেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষিণী আলি। ১৩ মার্চ জাঠা পৌঁছবে দিল্লিতে। |
|
|
|
|
|