টুকরো খবর
দমকল দেরিতে আসায় অবরোধ
দমকলের গাড়ি আটকে বিক্ষোভ। ছবি: সোমনাথ মুস্তাফি।
আগুন লাগার খবর দেওয়া সত্বেও সময় মতো দমকল আসেনি। এই ক্ষোভে দমকল কর্মীদের মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরের পুকুরপাড়া গ্রামে। গ্রামবাসীরা অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ২টো নাগাদ ওই গ্রামের প্রশান্ত মণ্ডলদের তিনটি খড়ের পালুইয়ে আগুন লাগে। গ্রামবাসীদের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গে সিউড়ি দমকলকেন্দ্রে খবর দেওয়া হয়। কিন্তু দমকল পৌঁছয় সকাল ৬টা নাগাদ। এই ক্ষোভে ভোর চারটে থেকে স্থানীয় বাসস্ট্যান্ডে সিউড়ি-বহরমপুর সড়ক অবরোধ করেন বাসিন্দারা। ওই সময় দমকল পৌঁছলে কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা ওই অভিযোগ অস্বীকার করে জানান, দেরিতে আসার কারণে দমকলকর্মীদের সঙ্গে বচসা হয়েছে মাত্র। সকাল সাতটা নাগাদ পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। তত ক্ষণে অবশ্য নাকাল হতে হয়েছে যাত্রীদের। সংযোগরক্ষাকারী বাস অবরোধে আটকে পড়ায় ট্রেন ধরতে পারেননি বহু যাত্রী। সিউড়ি দমকল বিভাগের স্টেশন ম্যানেজার জয়দেব ঘোষাল বলেন, “গ্রামবাসীরা যখন আগুন লাগার খবর দেন, তখন ওই এলাকায় ঢুকে আগুন নেভানোর মতো জলাধার যুক্ত ছোটগাড়ি মজুত ছিল না। এলাকায় জলের সংস্থান-সহ বড় গাড়ি নিয়ে যাওয়ার মতো সুযোগ ছিল না। গ্রামে পৌঁছতে আমাদের কিছুটা দেরী হয়ে যায়।” তাঁর দাবি, “কিন্তু গ্রামবাসীরা সে সব না দেখে-বুঝে কর্মীদের নিগ্রহ ও গাড়ি ভাঙচুর করেন। এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।” পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বোমাবাজির অভিযোগ
এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সিপিএম নেতৃত্ব অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা নাগাদ তৃণমূলের জেলা কমিটির সদস্য তিমির গোস্বামীর ময়ূরেশ্বরের বীরচন্দ্রপুরের বাড়িতে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। তিমিরবাবুর দাবি, “আর্থিক দুর্নীতির অভিযোগে সিপিএমের দখলে থাকা সংশ্লিষ্ট ডাবুক পঞ্চায়েত প্রধানের জেলে যাওয়া এবং উপপ্রধান আমাদের দলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে এসেছে। সেই ক্ষোভে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে বোমাবাজি করেছে।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের ময়ূরেশ্বর জোনাল কমিটির সম্পাদক অরূপ বাগ বলেন, “সংখ্যা গরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েত আমাদের দখলে রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা জবরদখল করেছে মাত্র। আর্থিক বখড়া নিয়ে তাদের দলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

প্রশিক্ষণ শিবির
এলাকার বস্ত্র ও তাঁত শিল্পীদের উন্নতমানের প্রযুক্তি ও পরিকাঠামো দিয়ে স্বনির্ভর করার পাশাপাশি তাঁদের সৃষ্টি শিল্প বাজার মুখী করার উদ্দেশ্যে শুরু হল জনসচেতনতা ও প্রশিক্ষণ শিবির। উদ্যোক্তা রাজ্য সরকারের তাঁত ও বস্ত্র শিল্প বিভাগ। ব্লকের বাছাই করা ২০ জন শিল্পীদের নিয়ে আজ শুক্রবার থেকে শুরু হছে ৬০ দিনের প্রশিক্ষণ। জেলার তাঁত ও বস্ত্রশিল্প বিভাগের উন্নয়ন আধিকারিক স্বর্ণময় চন্দ্র বলেন, “উন্নতমানের প্রযুক্তি ও পরিকাঠামো দিয়ে শিল্পীদের আধুনিক ডিজাইনের শিল্পকর্ম বাজারমুখী করার লক্ষ্যে এই উদ্যোগ।” বৃহস্পতিবার বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড এলাকায় ওই শিবিরে হাজির ছিলেন ব্লকের ছোট শিমুলিয়া টাগর তন্তুবায় সমবায় সমিতির হস্ত ও তাঁত বস্ত্র শিল্পী সদস্যরা।

মডেল প্রদর্শনী
জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে মডেল প্রদর্শনী হল সাঁইথিয়ার সিউর রামেশ্বরী মাতা উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের তৈরি তড়িৎ কোষের পুনর্ব্যবহার, সৌরচালিত রোবর্ট, মানব শ্বাসযন্ত্রের কৌশল-সহ ২৫টি মডেল প্রদর্শিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.