প্রতিবন্ধী ক্রীড়া। —নিজস্ব চিত্র। |
মানভূম দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল পুরুলিয়ায়। বৃহস্পতিবার পুরুলিয়া ২ ব্লকের বোঙ্গাবাড়িতে জেলা প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রর মাঠে এই স্কুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়।.২৪টি ইভেন্টে ৫১ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। উদ্বোধন করেন পুরুলিয়ার বিধায়ক কেপি সিংহদেও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো।
|
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত রামসুধীর চন্দ্র উইনার্স ট্রফি ও লেউল দত্ত রানার্স কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে জয়ী হল পাত্রসায়র একাদশ। শুক্রবার পাত্রসায়রের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমিকে ১ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে পাত্রসায়র একাদশ ১৫.৩ ওভারে ৯ উইকেট খুইয়ে ওই রান টপকে যায়।
|
বেলিয়াতোড়ের বৃন্দাবনপুর নিউ স্টার ক্লাব আয়োজিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বেলিয়াতোড় কলেজ টেন্ট। গত বৃহস্পতিবার বৃন্দাবনপুর ফুটবল মাঠে ফাইনাল ম্যাচে বেলিয়াতোড় কলেজ টেন্ট ১৩ রানে পাত্রসায়রের নিউ স্টার ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে বেলিয়াতোড় কলেজ টেন্ট ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। পরে ব্যাট করতে নেমে পাত্রসায়রের নিউ স্টার ক্লাবের ইনিংস ১৭.৪ ওভারে ১৩৫ রানে শেষ হয়ে যায়।
|
নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহিতে তিন দিনের পুরুষ ও মহিলাদের কবাডি প্রতিযোগিতা হল। ১২টি দল যোগ দিয়েছিল। শনিবার এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় পুরুষ বিভাগে বাঁকুড়া শহরের সরস্বতী ক্লাব ও মহিলা বিভাগে বাঁকুড়ার কবাডি একাদশ জয়লাভ করে। ছিলেন বিধায়ক মিনতি মিশ্র, ডিএসএ-র সভাপতি সুব্রত দরিপা ও সম্পাদক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
|
সম্প্রতি পুঞ্চার নপাড়া ফুটবল মাঠে ১৬টি দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। নপাড়া ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে বরাবাজারের হিজলা ফুটবল দল ৩-০ গোলে পুঞ্চা দলকে হারায়। কমিটির পক্ষ থেকে এলাকার দুই অ্যাথলেটিক শৈব্যা মাহাতো ও ঊষা মাহাতোকে সংবর্ধনা দেওয়া হয়।
|
বাঁকুড়া ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাঁকুড়া পুলিশ একাদশের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হয়ে গেল। রবিবার বাঁকুড়া জেলা পুলিশ লাইনে এই খেলা হয়। পুলিশ একাদশ চার উইকেটে জয়লাভ করে।
|
• সরস্বতী পুজো উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাশীপুরের পাথরডিহা হরিমন্দির সংলগ্ন মাঠে। প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, স্লো-সাইকেল, মোমবাতি জ্বালানো, হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার-সহ বিভিন্ন বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
• যুবকল্যাণ দফতরের উদ্যোগে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা হল বিষ্ণুপুর ব্লক অফিস চত্বরে। মোট ৪০টি দল যোগ দেয়। জয়লাভ করে খড়্গপুর ক্লাব। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অদীপকুমার রায়।
|