টুকরো খবর |
পানীয় জলের দাবি, বিক্ষোভ মহিলাদের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পরিস্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন রতিবাটী গ্রামের মহিলারা। বৃহস্পতিবার রতিবাটি পঞ্চায়েত কার্যালয়ে ঘণ্টা চারেক তালাও ঝুলিয়ে রাখেন তাঁরা। পরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিনিধি ঘটনাস্থলে এসে সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এ দিন সকাল ১০টা নাগাদ গ্রামের কয়েক’শো মহিলা কার্যালয়ের সামনে জড়ো হয়ে পঞ্চায়েতের প্রধান শিখা বাদ্যকর, সচিব স্বপন অধিকারীকে কার্যালয় থেকে বের করে তালা লাগিয়ে দেন। |
|
রতিবাটি পঞ্চায়েতে তালা। —নিজস্ব চিত্র। |
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরের নলকূপে জল পড়ছে না। দূর থেকে সাইকেলে জল নিয়ে আসতে হচ্ছে। যাঁরা সম্পন্ন পরিবার জ্যারিকেন পিছু চল্লিশ টাকা দিয়ে জল কিনে খাচ্ছেন তাঁরা। বিক্ষোভ শুরু হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে জয়েন্ট বিডিও কার্যালয়ে এলেও তাঁর কথা কেউ শুনতে চাননি। তিনিই পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছালেও কেউ কথা শুনতে রাজি হননি। পরে ওই প্রতিনিধি আসায় বিক্ষোভ থামে।
|
পরীক্ষার সময়ে মাইক বাজানোর অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মাধ্যমিক পরীক্ষার সময় রীতিমতো মাইক বাজিয়ে কর্মী সম্মেলন চালানোর অভিযোগ উঠল তৃণমূলের জেমারি গ্রাম পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে। বৃহস্পতিবার নর্থব্রুক কোলিয়ারি এলাকার ঘটনা। তবে পঞ্চায়েত প্রধান নিমাই ঘোষ জানান, এ ধরনের কোনও অনুষ্ঠানের কথা তাঁর জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিনের সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তবে তাপসবাবু মাইক বাজানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি বলেন, “ঘেরা জায়গায় নির্ধারিত সীমারেখার মধ্যেই বক্স বাজানো হয়েছে। এতে অনুমতির প্রয়োজন হয় না।” তবে পুলিশ জানায়, অনুষ্ঠান করতে গেলে অনুমতি নিতেই হয়। এ ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছে কিনা দেখছি। তবে মাইক বাজানো নিয়ে এখনও কোনও অভিযোগ হয়নি। মহকুমাশাসক জানান, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলব।
|
অগ্নি নির্বাপণ ব্যবস্থা দেখতে কমিটি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শহরের একাধিক বাজার এলাকায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও অগ্নি নিয়ন্ত্রণ বিধি সরেজমিনে দেখার জন্য একটি বিশেষ কমিটি গড়েছেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এ নিয়ে এক জরুরি বৈঠক ডাকেন তিনি। বৈঠকে হাজির ছিলেন পুরসভার আধিকারিক এবং দমকলের আধিকারিকেরা। মেয়র জানান, শুক্রবার দুপুর ১টায় কমিটির সদস্যদের নিয়ে তিনি প্রথমে আসানসোল বাজার পরিদর্শনে যাবেন। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকদেরও এ দিন সঙ্গে রাখবেন বলে জানিয়েছেন তিনি। বাজার এলাকার বিদ্যুৎ পরিবাহী তার কী অবস্থায় আছে তা ঘুরে দেখা হবে, দোকান ও বহুতল গুদামগুলিতে অগ্নিবিধি মানা হচ্ছে কি না তা-ও কঠোরভাবে দেখা হবে। এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বস্তরের নাগরিকদের নিয়ে খুব দ্রুত আসানসোলের রবীন্দ্রভবনে একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হবে জানিয়েছেন তিনি।
|
পারিবারিক বিবাদে জখম ৫
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পারিবারিক বিবাদ থেকে বচসা ও পরে হাতাহাতিতে জখম হয়েছেন দু’পক্ষের পাঁচ জন। বুধবার রাতে আসানসোল বাজার এলাকার ঘটনা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার সময়ে গুলি ছোঁড়ার শব্দও পেয়েছেন তাঁরা। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আহত পাঁচজনকেই রক্তাক্ত অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, দুই ব্যবসায়ী পরিবারের পারিবারিক ঝামেলা থেকে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহলদারি জিপের ব্যবস্থা করেছে পুলিশ। গুলি চলেছে কি না তা তদন্ত করে দেখা হবে বলেও পুলিশ জানিয়েছে।
|
বেতন বাড়ানোর দাবি কারখানায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বেতন বৃদ্ধি, ৮ ঘন্টা চাকরি ও বোনাস-সহ একগুচ্ছ দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন কর্মীরা। বৃহস্পতিবার বেনালির একটি বেসরকারি সেরামিক কারখানার ঘটনা। আইএনটিটিইউসি নেতৃত্বের অভিযোগ, ১২ ঘণ্টা কাজ করতে হয়। সরকার নির্ধারিত ন্যূনতম বেতন মেলে না। বোনাসও অমিল। অন্যান্য কোনও সুযোগ-সুবিধাও পাওয়া যায় না। দীর্ঘদিন আবেদন জানিয়েও কোনও ফল মেলেনি বলে অভিযোগ। তাই উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দেন।
|
শ্লীলতাহানির চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা ও চুল কেটে নেওয়ার অভিযোগ করলেন এক মহিলা। দুর্গাপুরে সিটিসেন্টারে একটি খাবারের দোকান চালান ওই মহিলা। পুলিশের কাছে তিনি অভিযোগ করেন, তাঁর পরিচিত ওই যুবক বুধবার দোকানে শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গিয়ে প্রহৃত হন তাঁর স্বামী। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক।
|
নিমচায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ঠিকা কর্মীদের বেতন বৃদ্ধি, অন্যান্য সুযোগ সুবিধা এবং সমস্ত খনিকর্মীর নিরাপত্তার দাবিতে নিমচা এজেন্ট কার্যালয়ে বিক্ষোভ দেখালেন ঠিকা ও স্থায়ী খনিকর্মীরা। বৃহস্পতিবার কেকেএসসির নেতৃত্বে এই বিক্ষোভ দেখান তাঁরা। খনি কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
অস্ত্র রাখায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কালীদাস। রানিগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময়ে বুধবার তাকে ধরা হয়। আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেওয়া হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণ থানার উষাগ্রাম পেট্রোল পাম্পের কাছে গাড়ির ধাক্কায় জখম হন এক ব্যক্তি। তাঁকে আসানসোল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়। পুলিশ জানিয়েছে, মৃত রাজু সিংহ (৩৫) নিউ ভুষিক কোলিয়ারি এলাকার বাসিন্দা। বুধবার রাতে সাতগ্রাম ফটকের কাছে দু’নম্বর জাতীয় সড়কে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় অজিত বাউড়ি (৩৫) নামে এক মোটরবাইক আরোহীর। তাঁর বাড়ি জামুড়িয়ার শ্রীপুরে।
|
কোথায় কী |
দুর্গাপুর
চিত্র প্রদর্শনী। সৃজনী। বিকাল ৩টা থেকে রাত ৮টা।
উদ্যোগ: দুর্গাপুর ‘চর্চা’ গ্রুপ। চলবে ২ মার্চ পর্যন্ত।
সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। এমএএমসি মাঠ।
সকাল পৌনে দশটা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা। |
|