দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে বৃহস্পতিবার পুলিশ এসি ৮১ রানে হারাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে পুলিশ এসি ৩১.৫ ওভারে ২০১ রান করে। নবনী স্বর্ণকার ৬০ বলে ৫৬ ও সুজিত মান্ডি ৩৭ বলে ৫১ রান করেন। সুজিত মান্ডি ৩ রানে ২, সন্দীপ বন্দ্যোপাধ্যায় ১২ রানে ২ ও স্বর্ণদীপ ঘোষাল ১৭ রানে ২ উইকেট দখল করেন। জবাবে বিবেকান্দ ৩৫ ওভারে করে ১২০-৯। দলের রাতুল সাহা ২৩ রানে ৪ ও মানস ঘোষ ২৭ রানে ৩ উইকেট দখল করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ৪৫ রান করেন। এই লিগের অপর ম্যাচে গলসি উদয়ন সঙ্ঘ ১০ উইকেটে বাম অ্যাপালোকে হারিয়েছে। প্রথমে ৩০ ওভারে বাম ৯০ রান করে। দলের শেখ জিয়াউল হক করেন ২৬। জবাবে গলসি মাত্র ১৯ ওভারে জয়ের রান তুলে নেয় কোনও উইকেট না হারিয়ে। গলসির রথীন সাহা ৮ রানে ৩, রাজীব বসাক ৭ রানে ২ উইকেট দখল করেন। দলের রথীন সাহা ৪১ ও শুভ্র বৈদ্য ৩৭ করেন। দুটি ম্যাচের সেরা যথাক্রমে পুলিশের সুজিত মান্ডি ও গলসির রথীন সাহা।
|
ফাইনালে বোলকুন্ডা
নিজস্ব সংবাদদাতা • সালানপুর |
সামডি নিউ ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবারের জয়ী হল বোলকুন্ডা বিসি। সামডি মাঠে তারা লহাট এমএমসিকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে লহাট ৮ উইকেটে ১০২ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে বোলকুন্ডা। মাচের সেরা বিজয়ী দলের উজ্জ্বল গড়াই। আয়োজক সংস্থার তরফে জানানো হয়, ৩ মার্চ সামডি আজাদ হিন্দ ক্লাবের সঙ্গে এ দিনের বিজয়ী দল ফাইনাল খেলবে।
|
ওয়ার্ড ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট খেলায় কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিশাল ব্যবধানে জয় লাভ করল। প্রথমে ব্যাট করে ১৫ নম্বর ওয়ার্ড ২৩০ রান করে। সেখানে ১৯ নম্বর ওয়ার্ড ৫০ রানেই গুটিয়ে যায়। ১৫ নম্বর ওয়ার্ডের সব্যসাচী দাস একাই ১৯ নম্বর ওয়ার্ডের ৮টি উইকেট তুলে নেয়। অন্য আর একটি খেলায় ১৪ নম্বর ওয়ার্ডের কাছে হেরে যায় ১৭ নম্বর ওয়ার্ড।
|
জয়ী ঐক্যতান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল ক্লাব ঐক্যতান, উখড়া। এমএএমসি মাঠে তারা ১৫ রানে দুর্গাপুর ক্রিকেট ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে ঐক্যতান ১৮৫ রান করে। লালু ধোবী ৫৮, সতীশ কুমার রাম ২৮, রাহুল ঘোষ ২৭ রান করেন। জবাবে ৯ উইকেটে ১৭০ রানের বেশি করতে পারেনি দুর্গাপুর। আকাশদীপ ঘোষ ৮১ রান এবং দুটি উইকেট নেন। স্নেহাশিস মুখোপাধ্যায় তিনটি উইকেট নেন।
|
জয় মিহিজামের
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
এইচসিএল বিবেকানন্দ ক্লাব ও এইচসিএল বয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার জয়ী হল মিহিজাম সৃজনী ক্লাব। বিবেকানন্দ ক্লাবকে ১১ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে মিহিজাম ১১৩ রান করে। জবাবে ১০২ রানের বেশি তুলতে পারেনি বিবেকানন্দ। খেলার সেরা বিজয়ী দলের রবি চৌহ্বান। |
হারল রাধানগর
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল সাঁকতোড়িয়া মর্নিং সিএ। সাঁকতোড়িয়া মাঠে তারা রাধানগর সিএকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রাধানগর ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে ১ উইকেটে জয়ের রান তুলে নেয় সাঁকতোড়িয়া।
|
চ্যম্পিয়ন রনাই
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বল্লভপুর উদয় সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রনাই স্টার ক্লাব। রানিগঞ্জ পেপার মিল মাঠে তারা পঞ্জাবি মোড় দেবজ্যোতি ক্লাবকে ৩০ রানে হারায়। প্রথমে ব্যাট করে রনাই ৬ উইকেটে ১৭১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি তুলতে পারেনি পঞ্জাবি মোড়। ফাইনালের সেরা বিজয়ী দলের বসির আলম। প্রতিযোগিতার সেরা বিজিত দলের রীচি গোপ। |