সাইকেলে চড়ে যাওয়া এক স্কুলছাত্রকে লরি ধাক্কা মারায় পথ অবরোধ হল লাউদোহায়। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর (লাউদোহা) থানার কাঁটাবেরিয়ার ঘটনা। এর ফলে বেশ কিছু গাড়ি আটকে পড়ে। পুলিশের মধ্যস্থতায় ঘণ্টা দুয়েক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ভুড়কুন্ডা হাইস্কুল থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল কালীনগরের ষষ্ঠ শ্রেণির ছাত্র শেখ মেহের আলি। এলাকায় ভূগর্ভস্থ মিথেন উত্তোলন প্রকল্পের একটি লরি কাঁটাবেরিয়া মোড়ের কাছে তাকে ধাক্কা মারে। সাইকেলটি মুচড়ে যায়। পায়ে চোট পায় মেহের। আশপাশের বাসিন্দারা ছুটে এসে গাড়িটি আটকে দেন। এর পরে ওই রাস্তা দিয়ে আসা বাকি গাড়িগুলিও আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রামবাসীরা পুলিশের কাছে অভিযোগ করেন, প্রকল্পের গাড়িগুলি দ্রুত যাতায়াত করে। পড়ুয়ারা স্কুল থেকে হেঁটে বা সাইকেলে চড়ে ফেরে। ফলে যে কোনও সময়ে বিপদের আশঙ্কা থেকে যায়। স্কুল যাওয়া-আসার সময়ে এবং টিফিনের সময়ে রাস্তা গাড়ি যাতায়াত নিয়ন্ত্রণের দাবি তোলেন বাসিন্দারা। ওই প্রকল্পের প্রতিনিধিরা এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবেন না বলে জানিয়ে দেন বাসিন্দারা।
ঘটনাস্থলে যান ওই প্রকল্পের দুই প্রতিনিধি। তাঁরা বাসিন্দাদের আশ্বস্ত করেন। ঠিক হয়, ওই ছাত্রকে নতুন সাইকেল দেওয়া হবে ও তার চিকিৎসার খরচ বহন করবেন কর্তৃপক্ষ। এ ছাড়া দিনের ব্যস্ততম সময়ে বিভিন্ন মোড়ে পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা হবে। তার পরেই গ্রামবাসীরা অবরোধ তোলেন। ওই প্রকল্প কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। জখম ছাত্রের দাদু শেখ সরাফত আলি বলেন, “আশা করি এমন ঘটনা আর ঘটবে না।” |