‘ভুল’ চিকিৎসার নালিশ, ডোমকলে খুন হাতুড়েকে |
অভিযোগ ছিল ভুল চিকিৎসার। হাতুড়ের সেই ‘ভুলের’ দায়ে স্থানীয় যুবক ফুরকান মহালদারকে ছুটতে হয়েছিল কলকাতার বড় হাসপাতালে। খসেছিল মোটা টাকা। এরপর গ্রামের সালিশি সভায় জরিমানা হয় চিকিৎসক লিয়াকত শেখের। অভিযোগ হয় পুলিশে। কয়েক মাস জেলের ঘানি টেনে দিন কয়েক আগে জামিনে ছাড় মেলে। এত কিছুর পরেও ক্ষোভ মেটেনি ফুরকান মহালদারের পরিবারের। অভিযোগ, মঙ্গলবার চেম্বার থেকে ডেকে নিয়ে গিয়ে লিয়াকত শেখকে (৪০) খুন করে ওই যুবকের বাড়ির লোক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে গ্রামের সাহেবপাড়ায় চিকিৎসার জন্য গিয়েছিলেন লিয়াকত শেখ। সন্ধ্যা নাগাদ ফুরকানের ঘনিষ্ঠ আবেদ শেখ নামে এক যুবক রোগী দেখার নাম করে ওই চিকিৎসককে বাইরে নিয়ে যান। তার পর থেকে তাঁর হদিশ মিলছিল না। পরদিন, বুধবার বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ডোমকলের গঙ্গাদাসপুর থেকে ওই চিকিৎসকের দেহ মেলে। মৃতের দাদা আবু বক্কর শেখ বলেন, “জব্বার মহালদারের ছেলে ফুরকানের ভুল চিকিৎসা নিয়ে অনেক দিন ধরে বিবাদ চলছিল। তা বলে ভাইকে খুন করবে ভাবতে পারিনি।” ঘটনার পর থেকে বাড়ি ছাড়া অভিযুক্তের পরিবার। দেখা নেই আবেদ শেখের। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “মনে হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। অভিযুক্তদের খোঁজ চলছে।”
|
হাজিয়ার নয়া পদ্ধতি মেডিক্যালে |
উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসকদের একাংশের ‘হাজিরা’ নিয়ে স্বচ্ছতা না থাকার প্রশ্ন উঠছিল অনেক দিন ধরেই। বাম আমলে যেমন ওই অভিযোগ ছিল। তেমনই নতুন সরকার ক্ষমতায় আসার পরও একই সমস্যা রয়ে গিয়েছিল। তাই বিতর্ক এড়াতে বুধবার উত্তরবঙ্গ হাসপাতালে নয়া হাজিরা পদ্ধতি চালু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বায়োমেট্রিক পদ্ধতিতে ওই হাজিরা ব্যবস্থা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষও। কলকাতা-সহ শিলিগুড়ির বাইরের বাসিন্দা বেশ কিছু চিকিৎসক মাঝেমধ্যেই অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। চিকিৎসকদের একাংশ তা নিয়ে অভিযোগও তুলেছিলেন। তবে লাভ হয়নি। অভিযোগ, মাঝেমধ্যে বাইরে থাকায় অনুপস্থিত থাকলেও পরে এসে তাঁরা হাজিরা খাতায় সই করেন। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট দিনে গরহাজির ব্যক্তিদের উপস্থিতি পরে নিশ্চিত করার ব্যাপার না থাকায় তাঁদের নিয়মিত হাজিরা দিতে হবে বলেই কর্তৃপক্ষ মনে করছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “হাজিরায় স্বচ্ছতা রাখতে আপাতত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক এবং কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করতেই নতুন এই পদ্ধতি চালু করা হল।”
|
রাজ্যে মেয়েদের মধ্যে রক্তাল্পতা ঠেকাতে স্কুল ছাত্রীদের মধ্যে ওষুধ বিতরণ প্রকল্পের সূচনা করছেন রাজ্যপাল সৈয়দ আহমেদ। বুধবার কয়েকজন স্কুল ছাত্রীকে রাজ্যপাল নিজের হাতে ওষুধ খাইয়ে দেন। রাজ্যপাল বলেন, “বয়ঃসন্ধিক্ষণে শরীরে আয়রণের অভাবে রক্তাল্পতা দেখা দেয়। ফলে এই বয়স থেকেই মেয়েদের ওষুধ খাওয়ার প্রয়োজন। যে করেই হোক রাজ্যকে রক্তাল্পতা মুক্ত করতে হবে।” ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে ঝাড়খণ্ড সরকার ওই প্রকল্প গ্রহণ করেছে। রাজ্যের ৫১ লক্ষ কিশোরীকে রক্তাল্পতার থেকে বাঁচাতে সারা রাজ্যের সতেরো হাজার স্কুলে আয়রণ-ফলিক অ্যাসিড (আইএফএ) ট্যাবলেট বিনা মূল্যে বিলি করা হবে বলে জানান রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব কে বিদ্যাসাগর। ঝাড়খণ্ডে ইউনিসেফের প্রধান জোব জাকারিয়া বলেন, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় দেখা গিয়েছে, সারা দেশের মধ্যে ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি মানুষ রক্তাল্পতায় ভোগে।
|
‘জীবন রেখা এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনে চোখ অপরেশন-সহ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা হয়েছিল। এক গাড়ি প্রস্তুতকারী সংস্থা উদ্যোগে ও সরকারি সহায়তায় এ পরিষেবা দিতে ৯ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ির নকশালবাড়িতে ট্রেনটি রাখা ছিল। এ দিন উদ্যোক্তাদের পক্ষে সুশীল সিংহ জানিয়েছেন, গত আট বছরে আটটি রাজ্যে গিয়ে তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।
|
চম্পাহাটি থেকে আসা একটি অ্যাম্বুল্যান্স বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল প্রৌঢ়া রোগিণীর। আহত হন চালক-সহ ছ’জন। পুলিশ জানায়, মৃতার নাম ছবি ঘোষ। বুধবার রাতে তাঁকে আর জি করে নিয়ে আসছিল অ্যাম্বুল্যান্সটি। গাছে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। আহতদের চিকিৎসা চলছে। |