টুকরো খবর
কাশির্য়াংয়ে উত্তেজনার ভয়, পিকেট
কার্শিয়াং মহকুমার তিন এলাকায় দীর্ঘ দিন পর জিএনএলএফের সুবজ পতাকা উড়তেই পাহাড়ে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত গাড়িধুরা, সুকনা, শিমূলবাড়ি এলাকায় জিএনএলএফ কর্মীরা বাড়ি, দোকানে দলীয় পতাকা টাঙিয়ে দেন। আচমকা এই ঘটনায় প্রথমে স্থানীয় গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা হকচকিয়ে গেলেও পরে তাঁরা ওই বাড়িতে হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি, একটি জায়গায় পতাকা খুলে তা পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে এলাকাগুলিতে পুলিশ পিকেট ছাড়াও নজরদারি বাড়ানো হয়েছে। দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ সরকার বলেন, “এলাকাগুলিতে ওই পতাকা টাঙানো নিয়ে উত্তেজনা রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোলমাল এড়াতে পুলিশ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” পুলিশের উপস্থিতিতে পতাকা কয়েক জায়গায় টাঙানো হয়েছে বলে মোর্চার তরফে অভিযোগ করা হয়। দলের সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “সুবাস ঘিসিং ইতিহাস। ওঁদের সংগঠন নেই। এক-দুজন যা করছে তা নিয়ে চিন্তিত নই। পুলিশের সামনেই পতাকা নিয়ে ঘোরায় স্থানীয়স্তরে উত্তেজনা বাড়ছে। পুলিশ-প্রশাসনের বিষয়টি দেখা উচিত।’’ মোর্চা কেন্দ্রীয় কমিটির কয়েক জন নেতা জানান, সাম্প্রতিক পরিস্থিতির জেরে পাহাড়ে মোর্চার উপর চাপ বাড়াতেই সরকার পুলিশকে সামনে রেখে জিএনএলএফ কর্মীদের দিয়ে ওই কাজ করাচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আইন মেনে সবার দলীয় অনুষ্ঠান বা বাড়িতে পতাকা লাগানোর অধিকার রয়েছে। মিছিল, মিটিং করা হয়নি। এর জেরে গোলমাল বরদাস্ত করা হবে না। হুমকি, মারধরের অভিযোগ এলে দরকারে ব্যবস্থা নেওয়া হবে।

উদ্যোগী রেল
ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু এড়াতে লাইনে পরীক্ষামূলক ভাবে বিশেষ ধরণের যন্ত্র বসাতে উদ্যোগী হয়েছে রেল। ওই বিষয়ে অনুমতি চেয়ে রেলের পক্ষ থেকে বন দফতরে চিঠি পাঠানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম বেনোসিস লাকড়া বলেন, “রেল লাইনের ধারে ওই যন্ত্র বসানোর প্রস্তাব রয়েছে। যেখান থেকে মৃদু কম্পন একমাত্র হাতি অনুভব করবে। বনদফতরের অনুমতি পাওয়া গেলে পরীক্ষামূলক ভাবে ওই যন্ত্র বসানো হবে।” রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু বন্ধ করতে রেলের পক্ষ থেকে প্রস্তাব এলে সেটা নিয়ে অলোচনা করা হবে।” আমেরিকা, সুইডেন সহ বিভিন্ন দেশে তৈরি ‘এলিফেন্ট রিপ্লেন্ট সিস্টেম’ নামে ওই যন্ত্রটি ডুয়ার্সের জঙ্গলে রেল লাইনের ধারে বসানোর চিন্তাভাবনা চলছে। যন্ত্রটি দুই থেকে তিন কেজি ওজনের হয়। সৌর শক্তিতে চলে। যন্ত্র থেকে মৃদু কম্পন হয়। কীটপতঙ্গ ও বন্য প্রাণীর কোনও ক্ষতি হবে না। কিন্তু হাতি অনুভব করে তা এড়িয়ে চলার চেষ্টা করবে। ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন রেল কর্তারা। একটি যন্ত্র ১০০-১৫০ বর্গ মিটার এলাকা জুড়ে কাজ করে। পরীক্ষামূলক ভাবে লাইনে বসানোর জন্য রেলের তরফে বন দফতরকে চিঠি করা হয়েছে।

লিঙ্কম্যান সন্দেহে ধৃত
কেএলও লিঙ্কম্যান সন্দেহে কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ইটাহার গুণীরাজপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম দুর্যোধন সরকার। বাড়ি গুণীরাজপুরে। তিনি ইটাহারের মেঘনাথ সাহা কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ ছাড়া কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশন-এর ইটাহার ব্লকের সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। বুধবার অভিযুক্ত ছাত্রকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হাজতের নির্দেশ দেন। দার্জিলিংয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ সরকার বলেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।”

পরিকল্পনা
শহরে ট্রাফিক ঢেলে সাজাতে পরিকল্পনার খুঁটিনাটি পুলিশ ও প্রশাসনের সামনে তুলে ধরলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। বুধবার মাল্লাগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে এর আয়োজন হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.