|
|
|
|
টুকরো খবর |
কর্মীর বিরুদ্ধে পুলিশে নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কোপে পড়েছিলেন আগেই। চুক্তিপত্র খারিজ করা হয়েছিল। এ বার গড়বেতা ৩ ব্লকের সেই কর্মীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ করলেন বিডিও সুশোভন মণ্ডল। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রুমা দত্ত নামে ওই কর্মীর চুক্তিপত্র খারিজ করে তাঁকে কাজ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর দফতরের আলমারির চাবি ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি তা দেননি। তাই গত ২২ ফেব্রুয়ারি ওই আলমারি ভেঙে কাগজপত্র বের করা হয়। মেলে কিছু মাস্টার রোল বেরোয়। তবে সব কাগজপত্র মেলেনি। এরপরই ওই কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাতে গড়বেতা থানায় লিখিত অভিযোগপত্র জমা দেন বিডিও। রুমাদেবী একশো দিনের কাজ প্রকল্পে স্কিলড টেকনিক্যাল পারসন (এসটিপি) হিসেবে নিযুক্ত ছিলেন। প্রায় দু’বছর গড়বেতা ৩ ব্লকে কাজ করেছেন। তার আগে মেদিনীপুর সদর ব্লকে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ ওঠে। গত সেপ্টেম্বরে গড়বেতার ডুমুরগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমি সমতলীকরণ কাজ হয়। এ জন্য বরাদ্দ হয় প্রায় ১ লক্ষ ৯ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৫৪ হাজার টাকা মিটিয়েও দেওয়া হয়। অভিযোগ, ভুয়ো মাস্টার রোল তৈরি করা হয়েছিল। মজুরি বাবদ যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের অনেকে কাজই করেননি। উল্টে প্রকল্পে যাঁরা কাজ করেছেন, তাঁদের অনেকে মজুরি বাবদ টাকা পাননি। কাজ করেও টাকা পাননি, এমন শ্রমিকেরাই বিডিওর কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। তদন্তে ব্লক প্রশাসন দেখে অভিযোগটি ঠিক। ১৯ ফেব্রুয়ারি রুমাদেবীর চুক্তিপত্র খারিজ করা হয়।
|
তৃণমূলের পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যপাটে ক্ষমতায় দল, এলাকার বিধায়কও তাদেরই। তা সত্ত্বেও সিপিএম এলাকায় সন্ত্রাস ও অপশাসন চালাচ্ছে, এই অভিযোগ তুলে ডেবরায় পদযাত্রা করল তৃণমূল। ডেবরা ব্লকের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবানপুর বাজার থেকে আইমা-মধুয়া পর্যন্ত পদযাত্রা হয় বুধবার। পদযাত্রায় হাজার দেড়েক কর্মী-সমর্থকের সঙ্গে সামিল হন স্থানীয় তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি। মাধ্যমিক পরীক্ষা চলায় মাইক ব্যবহার করা হয়নি। |
|
|
|
|
|