নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে তুফানগঞ্জ। শনিবার বিকাল পুরসভায় সিপিএম চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অন্য বাম কাউন্সিলারদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থকেরা। রাতে সিপিএম কাউন্সিলর ধীরেন্দ্র নাথ সাহা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সওয়া ১১টা নাগাদ দাবি পূরণের লিখিত আশ্বাসে ঘেরাও ওঠে।
পুরসভা সূত্রে খবর, এ দিন তুফানগঞ্জ পুরসভার বোর্ড মিটিং ছিল। তৃণমূলের অভিযোগ, সিপিএম পরিচালিত পুরসভা ৮৭ জন অস্থায়ী কর্মী পদে নিয়োগ করেছে। সম্প্রতি প্রতি ওয়ার্ড থেকে ২ জন করে অস্থায়ী কর্মী নিয়োগের দাবি জানানো হয়। তৃণমূল ওই দাবি পূরণে পুরসভার গড়িমসির অভিযোগে বিক্ষোভ শুরু হয়। সেই সময় কয়েকজন পুরকর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কাউন্সিলর অনন্ত বর্মা জানান, পুরবোর্ডে বৈঠক করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। এবার আমরা ১২টি ওয়ার্ড থেকে আরও ২ জন করে লোক নিয়োগের দাবি তুলি। সরকারি অনুমোদনের জটিলতার কথা তা কার্যকরী করা হচ্ছে না। তাই ঘেরাও আন্দোলন করা হচ্ছে।
পুরসভার সিপিএম ভাইস চেয়ারম্যান রমেশ সরকার বলেন, “অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রেও সরকারি অনুমোদন দরকার। কিন্তু তৃণমূল তা মানতে রাজি নয়। ঘেরাও-র কথা পুলিশকে জানানো হয়েছে। তবে আগের অস্থায়ী কর্মী নিয়োগে কোনও অনিয়ম হয়নি।’’ সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তমসের আলি বলেন, “কাউন্সিলর ধীরেনবাবু অসুস্থ হয়ে পড়ায় পুলিশের সাহায্যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চেয়ারম্যানও অসুস্থ বোধ করছেন। তৃণমূল নিজেদের লোক ঢোকানোর জন্য গোলমাল করছে।” |