বিট অফিসে হামলা, চলল গুলি
কাঠ চুরির অভিযোগে ধৃতকে ছাড়িয়ে নিয়ে গেল জনতা
কাঠ চুরির অভিযোগে বনকর্মীদের হাতে ধৃতকে ছাড়াতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দুটি বিট অফিসে হামলা চালিয়ে এক বনকর্মীকেও তুলে নিয়ে গিয়ে মারধর করে পানবাড়ি গ্রামের একাংশ বাসিন্দারা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। সহকর্মীকে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা বনকর্মীদের ওপরে গুলি ছুড়তে শুরু করে বলে অভিযোগ। বনকর্মীরাও পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের গুলির লড়াই চলার পরে এসএসবি জওয়ানরা এসে পড়ায় বনকর্মীকে ফেলে গ্রামবাসীরা পালিয়ে যায়। বন দফতরের অভিযোগ, ধৃত কাঠ চোরকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময়ে বন দফতরের দুটি বিট অফিসে হামলা চালিয়ে লুঠপাট করা হয়েছে। বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) বিভাগের সহকারী ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “বিট অফিসে হামলার ঘটনায় কয়েকজন গ্রামবাসী জড়িত। বন দফতরের থেকে শামুকতলা থানায় আটজনের নামে অভিযোগ জানানো হয়েছে। বনকর্মীরা তিন রাউন্ড ও কাঠচোরেরা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে জানতে পেরেছি।” গত শুক্রবার রাত ৭টা নাগাদ চার জন বনকর্মী জঙ্গলে টহল দেওয়ার সময়ে কাঠ চোরদের একটি দলকে দেখতে পায়। দলটিতে প্রায় ৬০ জন ছিলেন বলে বনকর্মীরা জানান। বনকর্মীদের সামনে পড়ে দলের সদস্যরা পালাতে শুরু করলেও এক জনকে ধরে বিট অফিসে নিয়ে আসে বনকর্মীরা। এর প্রায় দেড় ঘণ্টা পরে লাগোয়া পানবাড়ি গ্রামের দুশো সশস্ত্র বাসিন্দা বিট অফিসের সামনে জড়ো হয়। তাদের হাতে গাদা বন্দুক থেকে শুরু করে ভোজালি, তরোয়ালও ছিল বলে অভিযোগ। ধৃতকে ছিনিয়ে নিতে গ্রামবাসীরা বিট অফিসে হামলা চালায়। দুটি বিট অফিসের গুদাম ঘরের তালা ভেঙ্গে ১২ টি ঠেলা গাড়ি, ১৫টি সাইকেল সহ এক বস্তা চাল লুঠ করে নিয়ে যায় গ্রামবাসীরা। বিট অফিসে আগুন লাগানোর চেষ্টাও করা হয়। বিট অফিস থেকে এক কর্তব্যরত বনকর্মীকেও তুলে নিয়ে যায় গ্রামবাসীরা। গভীর রাতে এসএসবি জোয়ানরা ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। ঘটনায় এক বনরক্ষী ও এক কাঠচোর জখম হয়েছে। জখম ওই বনকর্মীর নাম কিশোর ছেত্রী। তাঁর বুকে মাথায় ও পিঠে আঘাত লেগেছে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, এক কাঠচোরের পায়ে গুলি লেগেছে। তাঁর খোজে তল্লাশি শুরু করেছে বন দফতর ও পুলিশ। শামুকতলা থানার ওসি প্রবীণ প্রধান বলেন, “এই ঘটনায় আট জনের নামে অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.