রঞ্জি ট্রফি হয়ে বিজয় হাজারে। কোয়ালিফাইং পর্ব শেষে মূল পর্ব। কিন্তু তবু ওপেনিং-সমস্যা কাটছে না বাংলার।
আগামী বৃহস্পতিবার বিজয় হাজারের নক আউট পর্বে নামছে বাংলা। এবং সেখানে ওপেনিংয়ে নতুন জুটিকে দেখতে পাওয়া যাবে। ঋদ্ধিমান সাহা এবং শ্রীবৎস গোস্বামীকে।
শনিবার বিজয় হাজারের নক আউটের জন্য টিম বেছে ফেলা হল। যেখানে পনেরো জনের টিম থেকে বাদ পড়ে গেলেন শুভময় দাস, জয়জিৎ বসু ও বিবেক সিংহ। টিমে এলেন শ্রীবৎস গোস্বামী ও সুদীপ চট্টোপাধ্যায়। |
নির্বাচকদের বক্তব্য হচ্ছে, অরিন্দম দাসকে দেখে নেওয়া হয়েছে। তাঁকে আবার ফেরানোর কোনও যুক্তি নেই। সৌরাশিস লাহিড়িকে দিয়ে ওপেন করিয়েও বিশেষ লাভ হয়নি। তাই ফের ভাঙা হচ্ছে ওপেনিং কম্বিনেশন। ঠিক হয়েছে, নক আউটে যেহেতু প্রবল শক্তিধর দলগুলির সামনে পড়তে হবে তাই ঋদ্ধিমানকে একটা দিকে রাখা ভাল। এমনিতে মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও এর আগে ঋদ্ধি ওপেন করেছেন। অন্য দিকে থাকুন শ্রীবৎস, চলতি মরসুমে যাঁর পারফরম্যান্স বেশ ভাল। সে ক্ষেত্রে তিন নম্বরে আসবেন সুদীপ। নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত এই মুহূর্তে দুবাইয়ে। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে নেওয়া হয়। পরে এক নির্বাচক বলছিলেন, “ব্যাটিং যে এমন বিশাল চাপে পড়ে যাচ্ছে, তার কারণ ওপেনিংয়ে ব্যর্থতা। সিনিয়রদের তো দেখে নিলাম। লাভ হয়নি। তাই ঋদ্ধি-শ্রীবৎসই আমাদের সেরা কম্বিনেশন বলে মনে হয়েছে।” |