চলতি মরসুমে নিজের দ্বিতীয় ডাবলস খেতাব জিতে ফেললেন সানিয়া মির্জা। তিনি ও তাঁর মার্কিন জুটি বেথানি মাটেক স্যান্ডস এ দিন দুবাই ডিউটি ফ্রি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৬ -৪, ২ -৬, ১০ -৭ হারালেন নাদিয়া পেত্রোভা -ক্যাতারিনা স্রেবোতনিকের জুটিকে। অস্ট্রেলীয় ওপেনে তাঁরা প্রথম রাউন্ডে ছিটকে গেলে কী হবে, শনিবার সানিয়ারা বোঝালেন, জুটির বোঝাপড়া দুর্দান্ত। এ দিন ফাইনালে দেড় ঘণ্টার লড়াইয়ের শুরুতে পাল্লা ঝুঁকে ছিল সানিয়াদের দিকেই। রুশ -স্লোভেনিয়ার জুটিকে প্রথম সেটে ভাল চাপে রেখেছিলেন সানিয়ারা। কিন্তু দ্বিতীয় সেটে পেত্রোভা -স্রেবোতনিক দারুণ ভাবে লড়াইয়ে ফেরেন। তৃতীয় সেটে চাপে থাকা সানিয়া -বেথানি জুটির জন্য প্রত্যাবর্তনটা সহজ ছিল না। কিন্তু স্নায়ু ঠিকঠাক রেখে সেট এবং ম্যাচ বের করে নেন তাঁরা।
|
অনেকটা যেন অস্কার পিস্টোরিয়াস কাণ্ডেরই পুনঃপ্রচার। এ বার বউয়ের চোখে ছুরি মেরে গ্রেফতার হলেন ঘানার আন্তর্জাতিক ফুটবলার জন পেনস্টিল। একত্রিশ বছরের ডিফেন্ডার ঘানার জাতীয় দলের সদস্য। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ওয়েস্টহাম এবং ফুলহামের হয়ে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস-এ খেলতে গিয়ে এক বারাঙ্গনার সঙ্গে তাঁর সম্পর্কের খবর ছড়িয়েছিল। শুক্রবার পেনস্টিলের স্ত্রী রিচলাভ সেই ব্যাপারেই তাঁকে চেপে ধরলে ওই ফুটবলার তাঁর চোখে ছুরি বসিয়ে দেন। পেনস্টিলকে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতার করেছে আকরার পুলিশ।
|
টাইগার উডস ও ররি ম্যাকিলরয়ের পর আবার ইন্দ্রপতন বিশ্ব গল্ফ চ্যাম্পিয়নশিপে। অ্যারিজোনায় দ্বিতীয় রাউন্ডে হেরে এ বার ছিটকে গেলেন লুক ডোনাল্ড এবং লুইস ওসথুইজেন। ম্যাচ প্লে ফরম্যাটে নেমে বিশ্বের তিন নম্বর ডোনাল্ড বিশ্রী হারলেন মার্কিন স্কট পিয়ার্সির কাছে। অন্য দিকে, চতুর্থ বাছাই ওসথুইজেনও হারলেন আর এক মার্কিন রবার্ট গ্যারিগাসের কাছে। দ্বিতীয় রাউন্ডের শেষে প্রথম দশ বাছাইয়ের মধ্যে টিকে রইলেন মাস্টার্স জয়ী বুব্বা ওয়াটসন।
|
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে লান্স আর্মস্ট্রংকে দেওয়া স্পনসরশিপের টাকা ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হল মার্কিন প্রশাসন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত আর্মস্ট্রংয়ের সাইক্লিং দলের প্রধান স্পনসর ছিল যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। সেই সময় স্পনসরশিপ বাবদ আর্মস্ট্রংয়ের দলকে তারা তিন কোটি ১০ লাখ ডলার দিয়েছিল। তিনি সততার সঙ্গে প্রতিযোগিতা করবেন এই শর্তে। কিন্তু এখন ডাক বিভাগ মনে করছে, ডোপ কলঙ্কিত আর্মস্ট্রং তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
|
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ২-১ জিতে গেল ইংল্যান্ড। অকল্যান্ডে তৃতীয় ওয়ান ডে-তে তিন উইকেটে হারাল নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ১৮৫ রান। ইংল্যান্ডের স্টিভন ফিন তিনটি উইকেট নেন। ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
|
মরসুমের প্রথম এটিপি ওপেনের ফাইনালে উঠলেন রোহন বোপান্না-কলিন ফ্লেমিং জুটি। ফ্রান্সের মার্সেইতে সেমিফাইনালে জুলিয়ান নোলে-ফিলিপ পোলাসেক জুটিকে স্ট্রেট সেটে ৭-৫, ৬-১ হারান বোপান্না-ফ্লেমিং। বোপান্না-ফ্লেমিংয়ের শক্তিশালী সার্ভিসের কাছে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় নোলে-পোলাসাক জুটি।
|
আগামী ৪ মার্চ থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আইএফএ শিল্ডের ম্যাচ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আইএফএ’র তরফে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের বিষয়টি জানানোর পরই তোড়জোড় শুরু হয়েছে। |