ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ডেভিস কাপের মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে বিদ্রোহী প্লেয়ারদের ফিরিয়ে নেওয়া হল। সঙ্গে থাকলেন চির-দেশপ্রেমী লিয়েন্ডার পেজ। এশিয়া-ওশেনিয়া আঞ্চলিক গ্রুপেও দ্বিতীয় ডিভিশনে নেমে না যাওয়ার লজ্জা থেকে বাঁচতে, ভারতকে এই টাই জিততেই হবে। বেঙ্গালুরুতে এপ্রিলের গোড়ায়। সেই জন্য কোনও ঝুঁকি না নিয়ে সিঙ্গলসে নেওয়া হল সোমদেব দেববর্মন, য়ুকি ভামব্রি ও সনম সিংহকে। দলে একমাত্র বিশেষজ্ঞ ডাবলস প্লেয়ার লিয়েন্ডার। স্বভাবতই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ভারতের দু’জন সিঙ্গলস প্লেয়ার হবেন য়ুকি ও সোমদেব। আর ডাবলসে লিয়েন্ডারের সঙ্গী হবেন খুব সম্ভবত য়ুকি-ই। প্রত্যাশিত ভাবেই নন প্লেয়িং ক্যাপ্টেন এস পি মিশ্র ও কোচ জিশান আলি থাকলেন। এমনকী এআইটিএ-র প্লেয়ার্স মেডিক্যাল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান করে ডাক্তার ভেস পেজের ডেভিস দলের সাপোর্ট স্টাফের প্রত্যাবর্তনের রাস্তাও করে রাখা হল। এবং সেই যুক্তিতেই দলে সুযোগ পেলেন না মহেশ ভূপতি ও রোহন বোপান্না। এআইটিএ-র ব্যাখ্যা, চার জনের দলে মাত্র এক জন বিশেষজ্ঞ ডাবলস প্লেয়ার রাখার সিদ্ধান্ত নির্বাচকেরা নেওয়ায় মহেশ-বোপান্নাকে নেওয়া যায়নি। যদিও ভারতীয় টেনিস মহলে অনেকেই বলছেন, ফেডারেশনের সঙ্গে বহু দিন বিবাদমান মহেশ ও বোপান্নাকে এআইটিএ এই অদ্ভুত যুক্তিতে বাদ দিল। |
নইলে সাধারণত চার জনের ডেভিস কাপ দলে এক জোড়া করে সিঙ্গলস ও ডাবলস প্লেয়ার রাখার রেওয়াজ। এ ক্ষেত্রে ফেডারেশনের যুক্তি, তৃতীয় সিঙ্গলস প্লেয়ার সনমকে দলে নেওয়া হয়েছে। এই ম্যাচে অন্য দুই সিঙ্গলস প্লেয়ারের কারও যদি চোট-আঘাত লাগে, এই কথা ভেবে।
যদিও তাৎপর্যপূর্ণ, বেঙ্গালুরুতে ডেভিস কাপের সময় এআইটিএ পাঁচ ভারতীয় প্লেয়ারকে আন্তর্জাতিক টেনিস সংস্থার স্মারক পুরস্কার তুলে দেবে। এঁরা হলেন রামনাথন কৃষ্ণন, রমেশ কৃষ্ণন, বিজয় অমৃতরাজ, আনন্দ অমৃতরাজ ও মহেশ ভূপতি। যাঁদের মধ্যে একমাত্র মহেশ এখনই এআইটিএ-কে নিশ্চিত করেছেন, তিনি ওই পুরস্কার নিতে যাবেন বলে। যে ঘটনাকে টেনিস মহল মনে করছে ফেডারেশন বনাম বিদ্রোহী জোটের লড়াইয়ের মীমাংসা হওয়ার দিকে একটা বড় পদক্ষেপ। কিন্তু শনিবার দল বাছাইয়ের পর যে ভাবে এআইটিএ-কে আক্রমণ করলেন সোমদেব ও মহেশ দু’জনেই, তাতে সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দুজনেরই আপত্তি ক্যাপ্টেন এস পি মিশ্রকে নিয়ে। মহেশের এমন আচরণ স্বাভাবিক। কিন্তু সোমদেবের ফের এআইটিএ বিরোধি মন্তব্য করাটা বেশ অপ্রত্যাশিত। মহেশ তো বলেই দিয়েছেন, “এআইটিএ ফের মিথ্যার আশ্রয় নিল। এখন অঘটনই বাঁচাতে পারে আমাদের ডেভিস দলকে।” |