|
|
|
|
নির্বিঘ্ন ভোট মেঘালয়, নাগাল্যান্ডে
|
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রক্তপাতের ভয় দূরে ঠেলে, নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবেই মিটল। সন্ধ্যা পর্যন্ত জানা গিয়েছে, ২ রাজ্যেই গড়ে প্রায় ৮০-৮৫% ভোট পড়েছে।
নাগাল্যান্ডের ৬০টি আসনের মধ্যে ৫৯টিতে ভোট গ্রহণ হয়েছে। একটি আসনে শেষ মুহূর্তে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত আছে। মোট প্রার্থী ছিলেন ১৮৮ জন। ২০২৩টি বুথে আজ ভোট হয়। বুথে বা নির্বাচন ঘিরে আজরাজ্যের কোথাওই গণ্ডগোলের খবর নেই। নাগাল্যান্ডের ভিতরে ভোট ঘিরে অশান্তি না হলেও, নাগল্যান্ড ও অসম সীমানায় শিবসাগরে অসমের মাটিতে নাগাল্যান্ডের বুথ তৈরি নিয়ে অশান্তি হয়। অসম পুলিশ জানায়, নাগাল্যান্ডের কয়েক জন পোলিং অফিসার ও পুলিশ বরহোলার বাসিন্দা নোবুলং রাইয়ের বাড়িতে বুথ বসান। |
|
মেঘালয় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার রি-ভোয়ে। ছবি: উজ্জ্বল দেব |
কয়েকদিন ধরে সীমানা বিবাদে এই এলাকা উত্তপ্ত ছিল। তাই আগে থেকেই অসমের তরফে পর্যাপ্ত পুলিশ ও আধা সেনা মোতায়েন করা হয়। নাগা ভোটকর্মী ও পুলিশরা বিকেল চারটে অবধি বুথে অপেক্ষা করলেও ভোট হয়নি। আসু ও অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সদস্যরা বুথটি ঘেরাও করে রাখে।
অন্য দিকে, মেঘালয়ে ভোট বয়কট করে এইচএনএলসি জঙ্গি সংগঠন ৩৬ ঘণ্টার বন্ধ ডাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। সরকারের তরফে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়। মেঘালয়ে প্রার্থীর সংখ্যা ছিল ৩৪৫। রাজ্য নির্বাচন দফতরের মতে, শেষ অবধি ভোটদানের হার ৭৫ থেকে ৮০ শতাংশের আশপাশে থাকতে পারে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১১,৯৩,৪৩৮। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যাই বেশি, ৭,৫৯,৬০৮ জন। মেঘালয়ের বৃহত্তম মহিলা সংগঠন সিএসডব্লিউওর সভাপতি অ্যাগনেস খারসিং জানান, প্রার্থী পছন্দ না হওয়ায়, রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে অন্তত ৬ জন ভোটার নির্বাধনবিধির ৪৯ নম্বর ধারা অনুসরণ করে ভোট দান থেকে বিরত থাকেন। নাগাল্যান্ড ও মেঘালয়ের মুখ্য নির্বাচনী অফিসার যথাক্রমে জে আলম এবং পি নায়েক জানান, বিভিন্ন সমস্যায় কয়েকটি বুথে ভোটপর্ব থমকে ছিল। সন্ধ্যা অবধি কয়েকটি বুথে ভোটগ্রহণ চলছে। বহু প্রত্যন্ত এলাকা থেকে তথ্য আসতে সময় লাগবে। তাই সঠিক চিত্র আগামীকালের আগে পাওয়া যাবে না। ভোগগণনা হবে ২৮ ফেব্রুয়ারি। |
|
|
|
|
|