|
|
|
|
জেপিসি-র কাছে বয়ান দিতে ইচ্ছুক, জানালেন এ রাজা
|
নিজস্ব প্রতিবেদন |
টুজি কেলেঙ্কারিতে চিদম্বরমকে আড়াল করতে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজাকে ‘শেষ সাক্ষী’ করে যৌথ সংসদীয় কমিটির পাট(জেপিসি) চোকাতে চাইছে কংগ্রেস। এই অভিযোগ তুলে বিজেপি এখনও চিদম্বরমকে সাক্ষী হিসেবে ডাকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।
টুজি মামলায় ১৫ মাস জেল খেটে গত মে-তে মুক্তি পান রাজা। তার পর দীর্ঘদিন চুপচাপ ছিলেন। কিন্তু কাল জেপিসি-র সামনে নিজের বয়ান দিতে চাইলেন তিনি। জেপিসি-র ডিএমকে সদস্য টি আর বালু এবং টি শিবাও রাজাকে সাক্ষী হিসেবে ডাকার জন্য চাপ দিচ্ছেন চেয়ারম্যান পি সি চাকোকে। কিন্তু চাকো বলেন, “রাজাকে ডাকা হলে তিনিই হবেন শেষ সাক্ষী। আর তাঁকে না ডাকার ব্যাপারে ডিএমকে একমত হলে, সে ক্ষেত্রে সাক্ষী ডাকার কাজ শেষ করে রিপোর্ট লেখায় মন দেব।”
কিন্তু বিষয়টি নিয়ে বিজেপির মত, টুজি কেলেঙ্কারিতে চিদম্বরমও রাজার মতোই দোষী। এবং রাজাকে সামনে এনে ও সেই ফাঁকে চিদম্বরমকে আড়াল করে ভাবমূর্তি স্বচ্ছ রাখারই কৌশল নিচ্ছে কংগ্রেস। তাই রাজার পক্ষ থেকে সাক্ষী হওয়ার এমন অভিনব উদ্যোগ। আর এ ভাবে রাজাও নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেয়ে যাবেন।
সরকারি সূত্রে খবর, কাল স্পিকার মীরা কুমারের সঙ্গে দেখা করে এই মর্মে চিঠি দিয়েছেন রাজা। রাজনীতির কারবারিদের একাংশের অবশ্য ধারণা, এই আচমকা ইচ্ছার পিছনে রয়েছে অ্যাটর্নি জেনারেল জি ই বাহনবতীর সাম্প্রতিক মন্তব্য। সম্প্রতি জেপিসি-র কাছে টুজি মামলায় রাজার ভূমিকা নিয়ে অভিযোগ জানান বাহনবতী। এ ছাড়া আরও অনেকেই রাজার বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতে সাক্ষ্য দেন। সেই সব অভিযোগ সামলাতেই এ হেন ইচ্ছা প্রকাশ করেছেন রাজা।
২০০৮-এ টুজি লাইসেন্স বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে এ রাজার বিরুদ্ধে। যার ফলে সরকার অন্তত ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ করে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই মামলায় জেলে যান রাজা। কিন্তু বিজেপি-র দাবি ছিল, টুজি কেলেঙ্কারিতে পি চিদম্বরমকে জেপিসি-র সামনে আনতে হবে। সরকারি সূত্রে খবর, জেপিসি-র তদন্ত শেষের তোড়জোড় শুরু করেছেন চেয়ারম্যান চাকো। এই অবস্থায় রাজাকে সামনে এনে টুজি কেলেঙ্কারি থেকে হাত ঝেড়ে ফেলতে চাইছে কংগ্রেস। আগেও প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে জেপিসি-র সামনে যাতে আসতে না হয়, সে জন্য বিশেষ কৌশল নেয় কংগ্রেস। তখন তাঁদের দাবি ছিল, টুজি-র লাইসেন্স বিতরণের কাজ শুরু হয়েছিল এনডিএ আমলে। তাই অটলবিহারী বাজপেয়ীকেও জেপিসি-র সামনে আনুক বিজেপি। বাজপেয়ীর অসুস্থতার দোহাই দিয়ে সে যাত্রায় বিজেপি বিষয়টি এড়িয়ে যায়। কিন্তু চিদম্বরমকে সামনে আনার দাবি থেকে সরছে না বিজেপি। |
|
|
|
|
|