আতঙ্কের আবহেই ছন্দে ফিরছে দিলসুখনগর
মাত্র ৪৮ ঘণ্টা আগের বিস্ফোরণের আতঙ্ক পুরো কাটেনি ঠিকই। কিন্তু তাকে পাশে সরিয়ে রেখে স্বাভাবিক জীবনে ফেরার যথাসম্ভব চেষ্টা করছে দিলসুখনগর। সেখানেই চাকরি করেন, এমন এক জনের কথায়, “জীবন তো থেমে থাকে না।” তবে এও মনে করিয়ে দিচ্ছেন, এমন অভিজ্ঞতা যেন আর কখনও না হয়। বিস্ফোরণের পরে হায়দরাবাদে ভিআইপিদের আসা অবশ্য থামেনি। আগামী কাল হায়দরাবাদ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়ের উপরের অন্যতম জনবহুল এই শহরতলিতে বৃহস্পতিবারই ঘটে জোড়া বিস্ফোরণ। তাতে থমকে যায় শহরতলির স্বাভাবিক জীবনযাত্রা। মৃতের স্তূপ আর আহতের ভারে মৃত্যুপুরীর চেহারা নিয়েছিল যে দিলসুখনগর, সেখানে শনিবারে খুলেছে দোকানপাট। আর্থিক সংস্থাগুলিও শনিবার থেকেই নিজেদের স্বাভাবিক কাজকর্ম করা শুরু করেছে। সেখানকার অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস, চাকরির প্রশিক্ষণ দেয় এমন বহু কোচিং সেন্টার সবই খুলেছে শনিবার। ঝাঁ চকচকে শপিং মলেও নিত্যদিনের বিকিকিনি শুরু হয় এ দিন। এমনকী দু’দিনের আগের পরিচিত নিত্যদিনের ট্র্যাফিক যানজটের অভিজ্ঞতাও ফিরে আসে শনিবার।
তবে ত্রাসের কবল থেকে এখনই পুরোপুরি বেরোতে পারেননি বাসিন্দারা। নিত্যদিনের কাজ হয়তো শুরু হয়েছে। কিন্তু সবার মনেই আশঙ্কা, ফের শুনতে হবে না তো বিস্ফোরণের বীভৎস আওয়াজ? এ দিকে অন্ধ্রপ্রদেশের সরকারি হাসপাতাল জানিয়েছে, আহতদের অবস্থা সঙ্কটজনক। সব মিলিয়ে তাই উদ্বেগ কাটছে না বাসিন্দাদের।
এ সব সত্ত্বেও স্বাভাবিক ছন্দ ফিরে পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দিলসুখনগর। ত্রাসের আবহের ভিতরে থেকেই নিশ্চিন্ত দুনিয়ায় ফেরার পথে দৃঢ় পা ফেলছেন বাসিন্দারা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.