|
|
|
|
বিস্ফোরণে দু’বার বেঁচে আব্দুল জেরার মুখে
|
নিজস্ব প্রতিবেদন |
দু’বার বিস্ফোরণের হাত থেকে বেঁচে পুলিশের খপ্পরে পড়ল আব্দুল ওয়াইসি মির্জা। মক্কা মসজিদ বিস্ফোরণে আহত হয়েছিল এই বেকার যুবক। বৃহস্পতিবার দিলসুখনগর বিস্ফোরণেও আহত হয়েছে সে।
আজ আব্দুলকে জেরা করেছে হায়দরাবাদ পুলিশ। তাকে সন্দেহ করা হচ্ছে বলে দাবি সংবাদমাধ্যমের। তবে তা উড়িয়ে দিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার অনুরাগ মিশ্র। পুলিশ জানিয়েছে, সাক্ষী হিসেবেই আব্দুলকে জেরা করা হয়েছে।
দিলসুখনগরে বিস্ফোরণস্থলের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরা কাজ করছিল বলেই দাবি পুলিশ কমিশনার মিশ্রের। গোয়েন্দা সূত্রে খবর, ওই ক্যামেরার ফুটেজ থেকে এক সন্দেহভাজনের ছবিও পেয়েছেন তদন্তকারীরা। বিস্ফোরণ সম্পর্কে তথ্য দিলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছেন কমিশনার।
বৃহস্পতিবার প্রথম বিস্ফোরণটি হয় দিলসুখনগরের কোণার্ক সিনেমা হলের সামনে। সিনেমা হলের বাইরে একটি খাবারের দোকানের কাছেই ছিল সিসিটিভি ক্যামেরা। ক’দিন আগে ক্যামেরার তার কেটে দেওয়া হয়েছিল বলে দাবি সংবাদমাধ্যমের একাংশের। তা অস্বীকার করেছেন পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। গোয়েন্দা সূত্রে খবর, বিস্ফোরণের কয়েক মিনিট আগে কোণার্ক সিনেমা হলের সামনে সাইকেল রাখে এক জন। সাইকেলের হাতলে একটি ব্যাগ ঝোলানো ছিল। অস্পষ্ট ছবি ধরা পড়েছে ক্যামেরায়। তা স্পষ্ট করার চেষ্টা চলছে। |
|
হায়দরাবাদ-সহ চারটি শহরে হামলা নিয়ে সম্প্রতি সতর্কবার্তা পাঠানো হয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্র। আজ সে কথা মেনে নিয়েছেন অনুরাগ। হায়দরাবাদ পুলিশ পর্যাপ্ত ব্যবস্থাও নিয়েছিল বলে দাবি তাঁর। তিনি বলেন, “ব্যবস্থা নিলেও সব বিস্ফোরণ রোখা যায় না। নিরাপত্তা বাহিনীকে বার বার সফল হতে হয়। জঙ্গিদের শুধু এক বার।” বিস্ফোরণের তদন্ত করতে ছ’টি বিশেষ দল তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তথ্য আদানপ্রদান নিয়ে বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে চাপানউতোর অবশ্য শেষ হয়নি। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস-দমন শাখা (এটিএস) ঠিক সময়ে হায়দরাবাদ পুলিশকে তথ্য দেয়নি বলে দাবি গোয়েন্দাদের একাংশের।
২০১২ সালের অগস্ট মাসে পুণেতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের সূত্রে চার ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গির ছবি প্রকাশ করে এটিএস। তাদের মধ্যে ছিল তাহাসিন ওরফে রাজু ভাইও। হায়দরাবাদ বিস্ফোরণের তদন্তে নেমে এখন রাজু ভাইকেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
গোয়েন্দাদের একাংশের দাবি, ওই চার জনের মধ্যে দু’জনকে হায়দরাবাদে দেখা গিয়েছে বলে খবর পেয়েছিল এটিএস। কিন্তু, সে কথা হায়দরাবাদ পুলিশকে জানায়নি। দিলসুখনগরে বিস্ফোরণের পরে তদন্তে সাহায্য করতে একটি দল পাঠিয়েছে এটিএস।
তবে হায়দরাবাদ বিস্ফোরণ কাণ্ডের সমাধান করার বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি থেকে কমিশনার অনুরাগ মিশ্র-সকলেই। |
|
|
|
|
|