কলকাতা পুরসভার মূল কার্যালয় থেকে চারটি মনিটর (কম্পিউটার) উধাও। পুর সূত্রের খবর, কম্পিউটারগুলির তিনটি রেভিনিউ দফতরের এবং একটি মার্কেট দফতরের। শনিবার এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুরসভার এক পদস্থ অফিসার জানান, রেভিনিউ দফতরের মনিটর চুরির ঘটনা কিছুদিন আগে হলেও প্রথমে তা নিয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। শনিবার মার্কেট দফতরের সুপারিন্টেনডেন্টের অফিস থেকে মনিটর উধাও হতেই টনক নড়ে পুর প্রশাসনের। |
সব সময় নিরাপত্তরক্ষী থাকা সত্ত্বেও পুরসভায় কী ভাবে ওই ঘটনা ঘটল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পুরসভার রেভিনিউ দফতরের এক আধিকারিক বলেন, “চারতলায় বিল্ডিং দফতরের পাশে কয়েক মাস আগেই ওই ঘর ভাঙা শুরু হয়। তখনই সতর্ক হওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। এর পর কি হয়েছে তা বলতে পারব না।” ওই দফতর সূত্রের খবর, জল-কর সরবরাহের জন্য তিনটি মনিটর ছিল। সেগুলির কোনও খোঁজ নেই।
পুরসভার এক পদস্থ অফিসার জানান, শনিবার বিকেলেই পুলিশের একটি দল পুরসভায় এসে তদন্ত শুরু করেছে। ওই অফিসারের কথায়, “এত লোকের মাঝ থেকে যে ভাবে মনিটর উধাও হল তাতে পুরসভার নিরাপত্তা নিয়ে সন্দেহ বাড়বেই। নিরাপত্তারক্ষী নিয়োগে মাসে মাসে কয়েক কোটি টাকার উপরে খরচ হওয়ার পরেও এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে পুর প্রশাসন।” |