তেঘরিয়া বাজারে আগুন লেগে মৃত্যু হল এক দোকানির। শনিবারের এই ঘটনায় পুড়ে গেল সাতটি দোকানও। মৃত রবি কুণ্ডুর (৫৫) সেখানে ফলের দোকান ছিল। পুলিশ জানায়, শুক্রবার তিনি দোকানেই ঘুমোচ্ছিলেন। দমকলের পাঁচটি ইঞ্জিন এক ঘণ্টায় আগুন আয়ত্তে আনে। ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। পরে পুড়ে যাওয়া দোকান তল্লাশি করতে গিয়ে রবিবাবুর অগ্নিদগ্ধ মৃতদেহ মেলে। বেরোনোর পথ থাকা সত্ত্বেও কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তেঘরিয়া ব্যবসায়ী সমিতির লোকজন পুলিশের কাছে তদন্ত চেয়েছেন। এ দিনই আগুন লাগে বালি জুটমিলের এক গুদামে। পুলিশ জানায়, মিলের কর্মীরাই প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন আয়ত্তে আনেন। পরে দমকলের ৩টি ইঞ্জিন এক ঘণ্টায় আগুন নেভায়। বিকেলে আগুন লাগে বেলুড় অম্বিকা জুটমিলের সেলাই ঘরে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, দু’টি ক্ষেত্রেই আগুন লাগে শর্ট সার্কিট থেকে।
|
মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার পুলিশ এক বাস কন্ডাক্টরকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ বারুই। পুলিশ জানায়, শুক্রবার কলেজ স্ট্রিট এবং কলুটোলার মোড়ে বাস থেকে নামার সময় বাসের কন্ডাক্টর গায়ে হাত দেয় বলে এক মহিলা অভিযোগ করেন। তার ভিত্তিতে বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আদালতে তুললে বিচারক তাঁকে জামিনে মুক্তি দেন।
|
ট্রেলারের ধাক্কায় মৃত্যু |
ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক ঠেলাচালকের। শনিবার সকালে, হাইড রোডে। পুলিশ জানায়, মৃত শত্রুঘ্ন সাহু (৩৫) বিহারের বাসিন্দা। দুর্ঘটনার পরে তাঁকে পিজি-তে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। তাঁর নাম দিলীপ কুমার ঘোষ (৬০)। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা নাগাদ গাঙ্গুলিবাগানে। পুলিশ জানিয়েছে, এ দিন রাতে বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। মোটর সাইকেলের ধাক্কায় আহত হন কয়েক জন পথচারী। আহত হাসপাতালে নিয়ে গেলে দিলীপবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও দু’জনের অবস্থা গুরুতর।
|
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নোয়াপাড়া থানা এলাকার ইছাপুর মাঝারিপাড়ায়। পুলিশ জানায়, এ দিন সকালে ওই এলাকার বাসিন্দা রিনি দেবের (২৫) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। |