ভাঙড় কাণ্ডে সিপিএমের চার নেতার আগাম জামিন |
বামনঘাটার হাঙ্গামায় চার সিপিএম নেতার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গত ৮ জানুয়ারি বামনঘাটায় সিপিএমের মিছিলে হামলা এবং গাড়িতে আগুন লাগানোর ঘটনার জেরে সিপিএমের কয়েক জন কর্মী-সমর্থক ও নেতার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। বিচারপতি অসীম রায় ও বিচারপতি সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার তাদের মধ্যেই ৪ জনের আগাম জামিন মঞ্জুর করেছে। পুলিশি সূত্রের খবর, ৮ জানুয়ারি কলকাতায় সিপিএমের মিছিল যাওয়ার সময় কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাঁর কয়েক জন অনুগামীই মিছিলের ন’টি গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। আরাবুলের নেতৃত্বে সিপিএমের মিছিলে গুলি চালানো এবং বোমা ছোড়া হয়েছিল বলেও অভিযোগ। পরে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় সিপিএমের দক্ষিণ ২৪ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষ ও সাত্তার মোল্লা-সহ ১৫ জনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করা হয়। তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল পুলিশের কাছে অভিযোগ করেন, ওই দুই নেতার নেতৃত্বে সিপিএম হামলা চালিয়েছে আরাবুলের উপরে। বোমা-গুলিও ছোড়া হয়েছে। সিপিএমের নেতা ও কর্মীদের আবেদনের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তৃণমূলের ওই মামলাকে ‘পাল্টা মামলা’ আখ্যা দিয়ে তুষার ঘোষের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। পরে সাত্তার-সহ সাত জনের আগাম জামিন মঞ্জুর হয়। এ দিন ওই পাল্টা মামলায় বিমল মণ্ডল, ভাদুরা মণ্ডল, সহদেব সিংহ ও মঙ্গলা মণ্ডল নামে চার সিপিএম নেতার আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট।
|
রাতে মোমবাতি হাতে পদযাত্রা এবং শহিদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল বসিরহাটে। শোভাযাত্রা, নাটক, কবি সম্মেলন, কবিতা পাঠ, একুশের গান ইত্যাদির মাধ্যমে মহকুমাজুড়ে পালিত হয় ভাষা দিবস। বুধবার রাতে মোমবাতি হাতে শতাধিক মানুষ পদযাত্রায় অংশ নিয়েছিলেন। স্থানীয় টাউনহল চত্বর থেকে শুরু করে সূর্যকান্ত পার্কে রবীন্দ্রভবনের কাছে শেষ হয় পদযাত্রা। সেখানে ভাষা শহিদদের উদ্দেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার সকালে টাকিতে ইছামতী নদীর ধারে মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শহিদ বেদিতে মাল্যদান করেন বসিরহাটের মহকুমা শাসক শ্যামল মণ্ডল, টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, মহকুমা তথ্য আধিকারিক অনুপ গায়েন প্রমুখ। গান, আলোচনা, কবিতা পাঠের মধ্যে অমর একুশে উদ্যাপন করা হয়।
|
ডাকাতি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত কুখ্যাত এক দুষ্কৃতীকে প্রচুর জাল নোট-সহ গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম অহিদ মোল্লা। বাড়ি বারাসতের সণ্ডালিয়ায়। বুধবার রাতে বসিরহাট স্টেশন থেকে অহিদকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে ৫০০ টাকার মোট সাড়ে পাঁচ হাজার জাল টাকা উদ্ধার হয়েছে।
|
গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কুলপির ১১৭ নং জাতীয় সড়কে কচুবেড়িয়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপক মণ্ডল (৩৫)। বাড়ি ওই এলাকায়। এদিন বাড়ি ফেরার পথে কাকদ্বীপগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চালককে গ্রেফতার করেছে পুলিশ।
|
রিপোর্ট তলব করল মানবাধিকার কমিশন |
ছিনতাইবাজের হাতে এক ব্যক্তির খুনের ঘটনায় ক্যানিংয়ের নয়নখালিতে জনতার তাণ্ডবের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার রাজ্য মানবাধিকার কমিশন এই রিপোর্ট চেয়েছে। |