স্মরণে আন্তর্জাতিক ভাষা দিবস
ড়ির কাঁটা ১২টা ছুঁতেই ভাষা শহিদের জন্মভিটেয় উড়ল পতাকা। শহিদবেদিতে দেওয়া হল ফুল। ভোর ৪টে পর্যন্ত চলল স্মৃতিচারণ, আলোচনা, আবৃত্তি-সহ নানা অনুষ্ঠান। পরে মশাল নিয়ে গোটা বাবলা গ্রাম ঘুরল মিছিল। এই ভাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর বাহান্নোর ভাষা শহিদ আবুল বরকতের জন্ম সালারের বাবলা গ্রাম এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় চলল আন্তর্জাতিক ভাষা দিবস পালন। সরকারি ও বেসরকারি উদ্যোগে চলল ভাষা দিবস পালন।
ভাষা দিবস পালন

নদিয়ায় ছবি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

বহরমপুরে ছবি তুলেছেন গৌতম প্রামাণিক।
ভাষা শহিদের জন্মভিটেয় এই দিনটি পালন করা নিয়ে ২০০৩-এ সিপিএম তৈরি করে ‘শহিদ আবুল বরকত কেন্দ্র’। আর কংগ্রেস পরিচালিত সংগঠনের নাম ‘শহিদ আবুল বরকত স্মৃতি সংঘ’। জন্মভিটেয় ভাষা দিবস পালন করা নিয়ে দীর্ঘদিন দু’দলের বিবাদ চলেছে। শেষে কান্দি মহকুমাশাসকের দেওয়া সময়-সূচি অনুযায়ী ২০০৩ থেকে দু’টি সংস্থাই পৃথক ভাবে ভাষাদিবস পালন শুরু করে। এ দিন সকালে একই জায়গায় ৫০ গজ তফাতে দুই রাজনৈতিক দল স্মরণ করল ভাষা শহিদদের।
‘শহিদ আবুল বরকত স্মৃতি সংঘ’-এর সম্পাদক সিয়াদৎ আলি বলেন, “বেলা ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান। বিকেলে হয়েছে আলোচনা। রাতে আয়োজন করা হয়েছিল যাত্রাপালার।” ‘শহিদ আবুল বরকত কেন্দ্র’-এর সহ-সম্পাদক গোলাম মওলা বলেন, “বিকেলে মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে। পরে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।” তবে এ বার নেতারা রেজিনগর উপনির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত থাকায় দুই রাজনৈতিক দলের ভাষা দিবস পালনে আড়ম্বর কমেছে।
মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের মুক্তমঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। গান, আবৃত্তি-সহ নানা অনুষ্ঠান পরিবেশন করেন ‘কেন্দ্রীয় বিদ্যালয়’, ‘ধ্রুবক’ ও ‘আকাঙ্খা’র মেয়েরা। ‘মাদার টাঙ্গ ইজ দ্য ওনলি ওয়েপেন ফর ডেভলপমেন্ট’ শীর্ষক বিতর্কে যোগ দেয় ছাত্রছাত্রীরা।

নদিয়ার শিমুরালিতে ভাষা দিবসে পদযাত্রা। ছবি: বিতান ভট্টাচার্য।
নবগ্রাম কলেজ প্রাঙ্গণে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উদ্যোগে ভাষা দিবস পালন করা হয়। গান ও কবিতা পরিবেশন করা ছাড়াও সেখানে ভাষা দিবস নিয়ে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মুর্শিদাবাদ জেলা সভাপতি সমীরবরণ দত্ত ও সম্পাদক মদনমোহন মণ্ডল। বিকেলে বহরমপুর গ্রান্ট হলে ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ’-এর মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে ভাষাদিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সাহিত্যিক কিন্নর রায়।
ডোমকল বইমেলার থিম ‘২১ ফেব্রুয়ারি’। বইমেলা’র মঞ্চে ভাষা দিবস নিয়ে আলোচনা করেন কবি খালেদ নৌমান। ‘ভাষা সংস্কৃতি ও স্বাধীকার সংঘ’র উদ্যোগে বেলডাঙার শ্রীশচন্দ্র বিদ্যালয়ে পালিত হয় ভাষাদিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখা করেন অবসরপ্রাপ্ত দুই অধ্যাপক সনৎ কর, সন্ধিনী রায়চৌধুরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.