|
|
|
|
কমিশনে অভিযোগ কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি |
মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গোলমাল পাকানোর জন্য তৃণমূল এবং বামফ্রন্ট ওই এলাকার আশপাশে বাইরের লোক জড়ো করছে এবং পুলিশের সাহায্যে তাদের কর্মীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পথের সঙ্গে দেখা করে ওই অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস নেতা মানস ভুঁইয়াও একই অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন সম্পথকে। মানসবাবুর নেতৃত্বে দেবব্রত বসু, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ-সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের সঙ্গেও দেখা করে ওই অভিযোগ জানিয়েছে।
মানসবাবু এ দিন কলকাতায় অভিযোগ করেন, বুধবার রাত থেকে মুর্শিদাবাদের পলাশীর সীমানা দিয়ে রেজিনগর , বেলডাঙা, বহরমপুর প্রভৃতি জায়গায় প্রচুর অচেনা মুখ ভিড় করছে। পাশাপাশি, স্থানীয় পুলিশ-প্রশাসন জেলার পুলিশ সুপারের সাহায্যে কংগ্রেস কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। মানসবাবুর কথায়, “এই পরিস্থিতিতে মন্ত্রী তথা জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং প্রদীপবাবুর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত হয়েছে।” তাঁরা কি রেজিনগরে পরাজয়ের আশঙ্কা করছেন? মানসবাবুর জবাব, “মোটেই না। সংঘাত এবং রক্তারক্তি এড়ানোর জন্য আমরা নির্বাচন কমিশনে গিয়েছি। অন্য কোনও কারণে নয়।”
কংগ্রেস সূত্রের বক্তব্য, মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে আশ্বাস দিয়েছেন যে, ভোটকেন্দ্রগুলিতে পর্যবেক্ষকরা রয়েছেন। অভিযোগগুলি তাঁদের জানানো হচ্ছে। তাঁরাই ব্যবস্থা নেবেন। পাশাপাশি, কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বেরিয়ে মানসবাবু বলেন, “সুনীলবাবু বলেছেন, সমস্ত সন্দেহজনক বাইরের লোককে বের করে পলাশীর সীমান্ত সিল করে দেওয়া হবে। দক্ষিণবঙ্গের আইজি-কে রেজিনগরে পাঠানো হবে। সুষ্ঠু এবং অবাধ ভোটের ব্যবস্থা কমিশন করবে।” |
|
|
|
|
|