টুকরো খবর
স্কুলে তালা তৃণমূলের
ধর্মঘটের দিন বুধবার স্কুল বন্ধ ছিল। বৃহস্পতিবার তাই স্কুলের অফিসঘরে তালা ঝুলিয়ে দিল তৃণমূলের লোকজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সবংয়ের সিঁদুরদায়। পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়। স্কুলে স্বাভাবিক পঠনপাঠনও হয়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সিঁদুরদা হাইস্কুলে সরস্বতী পুজো উপলক্ষে প্রীতিভোজ খাওয়ানো হয়। স্কুল কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছিলেন, বুধবার স্কুল ছুটি থাকবে। সেই মতো ওই দিন স্কুল বন্ধই ছিল। শিক্ষকেরা আসেননি। তৃণমূলের অভিযোগ, বন্ধের জন্যই স্কুল বন্ধ রেখেছিলেন কর্তৃপক্ষ। অফিসঘরে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তৃণমূলের লোকেরা। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শিক্ষকেরা এসে দেখেন, স্কুলের অফিস ঘরে তালা। পরে অবশ্য অফিস ঘরের তালা খোলা হয়। শুরু হয় পঠনপাঠন। ঘটনার সত্যতা স্বীকার করে জেলা তৃণমূল নেতা অমূল্য মাইতির বক্তব্য, “বুধবার স্কুল খোলা রাখাই উচিত ছিল। স্কুল কর্তৃপক্ষ যে নোটিস দিয়েছেন, তা নিয়ে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হব। জানতে চাইব, এ ভাবে স্কুল বন্ধ রাখা যায় কি না।” তাঁর নালিশ, “স্কুল কর্তৃপক্ষ বন্ধের দিন স্কুল বন্ধ রাখতেই ওই নোটিস জারি করেছিলেন। সরকার যেখানে চেয়েছিল, বন্ধে সবকিছু স্বাভাবিক থাকুক, সেখানে ওই দিন স্কুল বন্ধ রাখা উচিত হয়নি।”

দুর্ঘটনায় মৃত্যু
রাস্তায় পড়ে থাকা এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে মহিষাদলের গাড়ুঘাটা থেকে দেহটি উদ্ধার হয়। মৃত ধূর্জটিপ্রসাদ কুইল্যার (২৪) বাড়ি তেরাপেখ্যা গ্রামে। পেশায় ঠিকাদার সংস্থার কর্মী ধূর্জটি মোটর বাইকে বুধবার রাতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। তারপর আর তাঁর কোনও খবর পাওয়া যাচ্ছিল না। এ দিন সকালে মহিষাদল থেকে হরিখালিগামী রাস্তার ধারে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। তবুও তদন্ত করে দেখছে পুলিশ। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। এ দিকে, বৃহস্পতিবার মহিষাদলের কেশবপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃত কালীপদ পট্টনায়েকের (৫৮) বাড়ি কেশবপুরেই। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন কেশবপুর স্টেশনের কাছে তিনি রেললাইন পেরোচ্ছিলেন। সেই সময়েই হলদিয়া থেকে পাশকুঁড়াগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মারা যান। দেহটি ময়নাতদন্তে পাঠায় হলদিয়া রেল পুলিশ।

মাইন উদ্ধার
মোরাম রাস্তায় পোঁতা থাকা দু’টি চ্যালেঞ্জার ল্যান্ড মাইন উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে নয়াগ্রাম থানার বাছুরখোঁয়াড় জঙ্গলের কাছে ওই মাইনগুলি উদ্ধার হয়। ঝাড়গ্রামের পুলিশ সুপার ভারতী ঘোষ জানান, গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ও কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের যৌথ দল তল্লাশি চালিয়ে মাইন দু’টি উদ্ধার করে। মেদিনীপুর থেকে সিআইডির বম্ব স্কোয়াড এসে মাইন দু’টি নিষ্ক্রিয় করে দেয়।

পাট্টা বিলি
‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে জমির পাট্টা, প্রান্তিক কৃষকদের ভবিষ্যনিধি প্রকল্পের টাকা ও সংখ্যালঘু ছাত্রীদের সাইকেল দেওয়া হল রামনগরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে। ৪২১ জনকে ওই প্রকল্পে জমির পাট্টা তুলে দেন সাংসদ শিশির অধিকারী। এ ছাড়াও ৩৮০ জনকে সাধারণ জমির পাট্টা বিলি করা হয়। অনুষ্ঠানে ৪২ জন প্রান্তিক কৃষকের হাতে ভবিষ্যনিধি প্রকল্পের টাকা ও ৮২ জন সংখ্যালঘু ছাত্রীকে সাইকেল দেওয়া হয়। অন্য দিকে, রামনগর ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পুরুষোত্তমপুরে এক অনুষ্ঠানে এলাকার ১৬০ জন ভূমিহীনদের ৪৫ একর খাস জমির পাট্টা তুলে দেন শিশির অধিকারী।

অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম অসীম ঘোষ (৩৬)। বাড়ি খড়গ্রামের বাগরাইন গ্রামে। বুধবার সকালে কীটনাশক খেয়েছিলেন ওই যুবক। পরিজনেরা তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করান। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.