|
|
|
|
সুইসাইড নোট নিয়ে বাড়ছে বিভ্রান্তি |
তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা পাঁচলার গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাওড়ার পাঁচলার জুজারসাহে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম তাপস ঘোষ (৪০)। বাড়ি জগৎবল্লভপুরের একব্বরপুরে।
এ দিন সকালে ধুলাগড়ি-জুজারসাহ রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাপসবাবু তৃণমূলের কর্মী ছিলেন। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। |
|
দেহ পড়ে। |
‘উপযুক্ত তদন্তের’ দাবিতে দেহ আটকে রেখে দীর্ঘ ক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। পুলিশের কাছ থেকে তদন্তের আশ্বাস পাওয়ার পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
ওই যুবকের স্ত্রী যদিও থানায় লিখিত ভাবে জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরেই স্বামী আত্মঘাতী হয়েছেন।
শ্বশুরবাড়ির কয়েক জনের বিরুদ্ধে তিনি স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাপসবাবুর কলকাতার বড়বাজারে একটি খই, মুড়ির দোকান ছিল। এ দিন সকাল ৭টি নাগাদ জুজারসাহায় রাস্তার ধারে তাঁর দেহটি পড়ে থাকতে দেখা যায়। তাপসবাবুর দিকে সুইসাইড নোট নিয়েও বিতর্ক বাধে। পুলিশ জানিয়েছে, তাপসবাবুর নোটে পারিবারিক বিবাদের কথা যেমন ছিল, একই সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশের কাজকর্ম নিয়ে তাঁর অসন্তোষ এবং হতাশার কথা উঠে এসেছে। এ বিষয়ে জগৎবল্লভপুরের তৃণমূল সভাপতি বিমান চক্রবর্তী বলেন, “তাপস দলের একনিষ্ঠ কর্মী ছিল বলে জানি। তবে একব্বরপুর পাঁচলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।” অন্য দিকে, পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি সুশীল অধিকারী বলেন, “আমি এই সব ঘটনার কথা কিছু জানি না।”
|
ছবি তুলেছেন সুব্রত জানা। |
|
|
|
|
|