‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার নানা অনুষ্ঠান হল আরামবাগে। মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মহকুমাশাসকের কার্যালয়ের প্রেক্ষাগৃহে ভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন শহরের বিশিষ্ট জনেরা। এ ছাড়াও ‘সবুজায়ন’ নামে শহরের বিদ্বজ্জনদের একটি গোষ্ঠীর উদ্যোগে সকালে ভাষা-শহিদদের স্মরণে বিবেকানন্দ মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। পরে মহকুমা হাসপাতালের বাগানে বিভিন্ন বয়নের ছাত্রছাত্রীরা আঁকা প্রতিযোগিতায় যোগ দেয়। শেষে রবীন্দ্রভবনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হল ভাষা দিবস। হুগলির শ্রীরামপুর তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে অনুষ্ঠান হয় মহকুমাশাসকের কার্যালয় প্রাঙ্গনে। ‘অমর একুশে’র স্মরণে ভাষা আন্দোলনের পটভূমিকায় অভিনীত হয় শ্রুতিনাটক ‘একুশের রোদ্দুর’। শ্রীরামপুর তথ্য ও সংস্কৃতি দফতর এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শ্রীরামপুর শাখার সদস্যদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রুতিনাটক ছাড়াও ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু |
স্কুল থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পুড়শুড়ার তালসারি মোড়ে। মৃতের নাম অঙ্কিতা অধিকারী (১২)। তার বাড়ি স্থানীয় কেলেপাড়া গ্রামে। সে দেউলপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়ত। লরিটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় জনতা। মারধর করা হয় চালককে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুশিগঞ্জ রোড ধরে বাড়ি ফিরছিল অঙ্কিতা। বালি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লরিটি আটক করা হয়েছে।
|
ডানলপে জট কাটাতে রাজ্যের হস্তক্ষেপ দাবি |
ডানলপের জট কাটাতে এখন রাজ্যের হস্তক্ষেপ চাইছেন সংস্থা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মহাকরণে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়ে বলেন, “ডানলপের মালিক বার বার ফোন করছেন। আমার সঙ্গে বসতে চাইছেন। কিন্তু এখন আমার কিছু করার নেই।” একই সুরে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুও জানিয়েছেন, তাঁদের আর কিছু করা সম্ভব নয়। লিকুইডেটর যা সিদ্ধান্ত নেবেন তা-ই হবে। তবে মালিক পক্ষ সুপ্রিম কোর্টে যেতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ডানলপ কারখানার দখল নিয়েছে অফিসিয়াল লিকুইডেটর। তার পরই এই হস্তক্ষেপের আর্জি সংস্থার। |