|
|
|
|
ধনেখালি-কাণ্ড |
কেস ডায়েরি ছাড়াই হাজির সিআইডি, ক্ষোভ হাইকোর্টের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গুড়াপের হোম-কাণ্ডের পরে ধনেখালি-কাণ্ডেও তদন্তকারী সংস্থা সিআইডি-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।
সোমবারই সিআইডি-র উপরে অনাস্থা প্রকাশ করে গুড়াপের মহিলা হোমে আবাসিকাদের ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার তাদের হাত থেকে কেড়ে নিয়ে সিবিআইয়ের উপরে ন্যস্ত করে হাইকোর্ট। ধনেখালিতে তৃণমূল কর্মী নাসিরুদ্দিন মোল্লার মৃত্যু সংক্রান্ত জনস্বার্থ মামলাটির বৃহস্পতিবার শুনানি ছিল হাইকোর্টে। কিন্তু শুনানির সময়ে দেখা যায়, সিআইডি-র তদন্তকারী অফিসার কেস ডায়েরি নিয়ে আসেননি। এতেই ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ জানিয়ে দেয়, কেস ডায়েরি না দেখে আইনজীবীদের সওয়াল শোনার মানে নেই।
সোমবার সিআইডি-কে কেস ডায়েরি নিয়ে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সিআইডি ডিআইজি (স্পেশাল) বিনীত গোয়েল বলেন, “কেস ডায়েরি ছাড়াই আমাদের অফিসার হাইকোর্টে চলে গিয়েছিলেন। সোমবারই তা পাঠিয়ে দেওয়া হবে।”
গত ১৮ জানুয়ারি ধনেখালির জয়রামবাটি গ্রামের বাসিন্দা, কাজি নাসিরুদ্দিন মোল্লাকে থানার পুলিশ হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে ধনেখালি থানা দাবি করেছিল, পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিরুদ্দিনকে আটক করে থানায় আনা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু ওই দাবি গ্রামবাসীরা মানেননি। এর জেরে ধনেখালিতে গোলমালও হয়। ১২ ফেব্রুয়ারি ঘটনার তদন্তভার নেয় সিআইডি। কংগ্রেস ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলে।
প্রতীম সিংহ নামে এক আইনজীবী নাসিরুদিনকে পুলিশ লক-আপে পিটিয়ে মারা হয়েছে, এই অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থের মামলা করেন হাইকোর্টে। আবেদনকারীর বক্তব্য, যেখানে পুলিশের বিরুদ্ধেই পিটিয়ে মারার অভিযোগ সেখানে রাজ্য পুলিশের একটি সংস্থা তদন্ত করলে কোনও দিনই প্রকৃত সত্য প্রকাশিত হবে না।
এ দিন মামলাটির শুনানির সময় ডিভিশন বেঞ্চ সিআইডি-র কাছে কেস ডায়েরি দেখতে চান। কেননা, কেস ডায়েরি থেকেই ডিভিশন বেঞ্চ জানতে পারবে কী ঘটনা ঘটেছিল, পুলিশের ভূমিকা কী ছিল, তদন্ত কত দূর এগিয়েছে বা পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে। এ সব দেখার পরেই ডিভিশন বেঞ্চ সরকারের আইনজীবীকে প্রশ্ন করতে পারেন। কিন্তু তা হয়নি। |
|
|
|
|
|