|
|
|
|
ধৃত ১০৫ |
ফের হামলা নয়ডার কারখানায় |
নিজস্ব প্রতিবেদন |
ধর্মঘটের প্রথম দিনে নয়ডায় গোলমাল সামাল দিতে ব্যর্থ হলেও আজ বিশাল বাহিনী নিয়ে আসরে নামল উত্তরপ্রদেশ পুলিশ। তবে তাতেও ঠেকানো গেল না হিংসা। আজ ফের নয়ডায় হামলা চালিয়েছে শ্রমিকরা। দু’দিনের গোলমালে জড়িত থাকার অভিযোগে মোট ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়টনগুলি। নয়ডায় কয়েকটি রফতানিমূলক বস্ত্র কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ হয়। আক্রান্ত হয় বেশ কয়েকটি কারখানা। আগুন লাগানো হয় ২৪টি গাড়ি ও দমকলের একটি ইঞ্জিনে। ভাঙচুর করা হয় আরও ১২টি গাড়ি।
আজ ৫ নং সেক্টরে একটি কারখানায় হঠাৎ পাথর ছুড়তে শুরু করে প্রায় ২০০ জন শ্রমিক। কারখানার জানালা ভেঙেছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়িও। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০ নং সেক্টরে গোলমাল পাকানোর চেষ্টা করেছিল কিছু শ্রমিক। তবে তাদের দ্রুত হটিয়ে দেয় নিরাপত্তাবাহিনী।
পুলিশ-কর্তা ওপি সিংহ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে গত কালের ঘটনায় আক্রমণকারীদের মধ্যে অনেকের সন্ধান পাওয়া গিয়েছে। তাদের খোঁজে নয়ডা ও আশপাশের গ্রামগুলিতে তল্লাশি চালায় পুলিশ। এখনও পর্যন্ত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হয়েছে ৬৪টি মামলা। পুলিশ জানিয়েছে, ধৃতদের বেশির ভাগেরই বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। কেউ কেউ ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে যুক্ত। নয়ডায় গোলমালে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। নয়ডা ও গ্রেটার নয়ডার বিভিন্ন অঞ্চলে মোতায়েন হয়েছে বিশাল বাহিনী।
আজ দক্ষিণ দিল্লির ওখলাতেও কয়েকটি অফিস ও কারখানায় হামলা চালায় শ্রমিকরা। গোলমালে বন্ধ হয়ে যায় অফিস-কারখানাগুলি। ওই ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। |
|
|
|
|
|