সংসদে সমঝোতা, তবে হিন্দু সন্ত্রাস তত্ত্ব বাতিল নয়
ক মাসের লড়াই শেষে সংসদে মধুরেণ সমাপয়েত।
গত কাল সর্বদল বৈঠকে সৌজন্য বিনিময়ও করেননি। আজ সংসদ শুরুর আগেই হাসিমুখে গল্প করলেন সুশীলকুমার শিন্দে ও লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।দুই বিরোধী শিবিরের দুই নেতাকে এক সঙ্গে দেখে থমকে দাঁড়ালেন সনিয়া গাঁধী। জিজ্ঞেস করলেন, “এ বারে সব ঠিক আছে তো?”
দৃশ্যতই সংসদে দু’পক্ষ সমঝোতায় এসেছেন। দলীয় রাজনীতির ময়দানে তরজা কিন্তু ফুরোয়নি। গেরুয়া সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিন্দে কথা ফিরিয়ে নিলেও দলীয় মুখপাত্র পি সি চাকো ধুয়োটা ধরে রেখেছেন। এআইসিসি-র বৈঠকের পরে সংবাদমাধ্যমকে বলেছেন, হিন্দু সন্ত্রাস নিয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ তাঁদের হাতে আছে।
বিজেপির প্রবল চাপের মুখে সংসদ শুরুর এক দিন আগেই গত কাল রাতে ‘হিন্দু সন্ত্রাস’ প্রসঙ্গে ‘দুঃখপ্রকাশ’ করেছেন শিন্দে। শিন্দে তাঁর অবস্থান থেকে না সরলে বিজেপি যে সংসদ চলতে দিত না, সেটা সরকারকে স্পষ্ট জানিয়েছিল তারা। সংসদ চালানোর দায়ে অগত্যা শিন্দেকে দুঃখ প্রকাশ করতে হয়েছে। তবে সরাসরি ক্ষমা চাননি তিনি। বিজেপিও সেটা নিয়ে জোরাজুরি করেনি। এ দিন শিন্দে-সুষমা-সনিয়া তিন জনে সংসদ শুরুর আগে এক প্রস্ত কথাবার্তা বলেন। সেন্ট্রাল হলে রাষ্ট্রপতির বক্তৃতার সময়েও পাশাপাশি বসেছিলেন শিন্দে-সুষমা।
তবে দলীয় রাজনীতির নিয়মেই আরএসএস রুদ্রমূর্তি ধারণ করে আছে। আরএসএস মুখপাত্র রাম মাধব বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্ঘের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ করেছেন! আবার চাপের মুখে বলছেন, তাঁর বক্তব্যের সমর্থনে তথ্য নেই। এর পর শুধু দুঃখপ্রকাশ যথেষ্ট নয়। ক্ষমা চাইতে হবে।”
তবে বিজেপি নেতারা অবশ্য আশ্বস্ত করেছেন, সংসদে ফের এ নিয়ে আক্রমণাত্মক হচ্ছেন না তাঁরা। দলের সভাপতি রাজনাথ সিংহ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে আমরা সবাই আহত হয়েছি। তবে সংসদে এই বিষয়ে সরব হওয়ার কোনও পরিকল্পনা নেই দলের।” শিন্দে-পর্ব মিটলেও বিজেপি জানিয়ে দিয়েছে, কপ্টার-দুর্নীতির বিষয়টি তারা হাতছাড়া করবে না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.