|
|
|
|
পশ্চিমবঙ্গকে সমন রাঁচি হাইকোর্টের |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পশ্চিমবঙ্গ সরকারকে সমন পাঠালো রাঁচি হাইকোর্ট। ফরাক্কায় ঠিক সময়ে এক খণ্ড জমি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে না পারার জন্যই প্রতিবেশী পশ্চিমবঙ্গের সরকারকে কাঠগড়ায় উঠতে হচ্ছে। হাইকোর্টের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও মুর্শিদাবাদের জেলাশাসককে সমন পাঠানো হয়েছে।
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ও পাকুরে জলের সমস্যা দীর্ঘদিনের। এই ঘটনায় আদালতের হস্তক্ষেপ চেয়ে দুই জেলা থেকে দুই মানবাধিকার কর্মী ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। যে মামলার সর্বশেষ শুনানি হয়েছে গত ১৮ তারিখ।
মামলাকারীদের আইনজীবী রাজীব শর্মা জানিয়েছেন, চার বছর ধরে এই মামলাটি চলছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছিল, ওই দুই জেলায় জলের সমস্যা মেটাতে ফরাক্কা ব্যারেজ থেকে জল সরবরাহের ব্যবস্থা করতে। তার জন্য ফরাক্কা ব্যারেজ এলাকায় একটি পাম্প হাউস বসাতে হবে। যার জন্য ২০০ বর্গমিটার জমি দরকার। আর জল টেনে নিতে ঝাড়খণ্ড সরকার নিজের খরচে পাইপ বসিয়ে নেবে। কিন্তু আজ পর্যন্ত কোনও কাজ হয়নি।
রাজীব শর্মা আরও বলেন, “আগামী ২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার মধ্যে কাজের অগ্রগতির বিষয়ে দুই সরকারকেই আদালতে হলফনামা পেশ করতে হবে।”
তবে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পাম্প হাউসের জন্য প্রয়োজনীয় জমি তাঁদের ফরাক্কা ব্যারেজ অথরিটির হাতে তুলে দেওয়ার কথা। বাকি কাজ ফরাক্কা ব্যারেজ অথরিটিরই করার কথা। তবে এখনও সেই জমি খণ্ড ফরাক্কা ব্যারেজ অথরিটির হাতে যে তাঁরা তুলে দিতে পারেননি সে বিষয়টি স্বীকার করে নিয়ে রাজ্য সরকারি সূত্রটি জানিয়েছেন, অধিগ্রহণে সমস্যার কারণেই এই কাজে
দেরি হচ্ছে। |
|
|
|
|
|