টুকরো খবর
রাঁচিতে পাঁচ বিধায়কের বাড়িতে সিবিআই হানা
রাজ্যসভার নির্বাচনে বিধায়ক কেনাবেচার বিতর্কে নাম জড়ানো ঝাড়খণ্ডের পাঁচ বিধায়কের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। ২০১০-এ ঝাড়খণ্ডে রাজ্যসভার নির্বাচনের আগে রাজ্যের ছয় বিধায়কের বাড়িতে স্টিং অপারেশন চালায় একটি বেসরকারি চ্যানেল। ক্যামেরায় দেখা যায়, ওই বিধায়করা কোনও এক বিশেষ প্রার্থীকে ভোট দিতে মোটা টাকা চাইছেন। ওই বিধায়করা হলেন কংগ্রেসের রমেশ রঞ্জন, যোগেন্দ্র সাউ ও সাওনা লাকরা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাইমন মরাণ্ডি ও প্রয়াত টেকলাল মাহাতো ও বিজেপির উমাশঙ্কর অকেলা। টেকলাল মাহাতোর মৃত্যু হওয়ায় তাঁকে এই মামলার বাইরে রাখা হয়েছে। সিবিআই-এর দুর্নীতি দমন শাখার ডিআইজি এস কে ভগত আজকের তল্লাশির কথা স্বীকার করেছেন। তবে বিশদে কিছু বলতে চাননি। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, একাধিক দলে বিভক্ত হয়ে আজ সকাল থেকেই ওই পাঁচ বিধায়কের রাঁচির সরকারি আবাসন এবং নিজস্ব নির্বাচন ক্ষেত্রের আবাস স্থলে হানা দেয় সিবিআই-এর বিভিন্ন দল। রাঁচি-সহ রাজ্যের তেরোটি জেলায় এদিন সিবিআই হানা দেয়। ২০১০-এর ওই ঘটনার পরে বিভিন্ন বিধায়কের বাড়িতে হানা দিয়েছে রাজ্য ভিজিলেন্স বা সিবিআই। কিন্তু এ পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। তদন্ত দ্রুত শেষ করতে মাত্র দু’সপ্তাহ আগেই ঝাড়খণ্ড হাইকোর্ট সিবিআই-কে নির্দেশ দিয়েছে। আজকের এই হানা তারই জের বলে মনে করা হচ্ছে।

সাসারাম জেলে জঙ্গি হানার ছক বানচাল
মাওবাদীদের বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল রোহতাস পুলিশ। রক্ষা পেল সাসারাম জেল এবং দাঁড়িগাও পুলিশ ফাঁড়ি। পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের দাবি, জোল ও পুলিশ ফাঁড়ি আক্রমণের এই থকে সামিল ছিল ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং উত্তর প্রদেশের মাওবাদী জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা জেল ও থানা উড়িয়ে দিয়ে এক জোনাল কমান্ডার-সহ আরও কয়েকজন মাওবাদীকে সাসারাম জেল থেকে ছাড়িয়ে নেওয়ার ছক কষেছিল। সেই কারণে ওই রাতে জঙ্গিরা জড়ো হয়েছিল দাঁড়িগাঁও গ্রামের হরিনারায়ণ ওরফে তাণ্ডল যাদবের বাড়িতে। হরিনারায়ণ ধরা পড়লেও রাতের অন্ধকারে ওই দুর্গম এলাকায় বাকিদের ধরতে পুলিশ আর অভিযান চালাতে সাহস করেনি। পুলিশ জানিয়েছে, টেলিফোন ট্যাপ করে এই হামলার পরিকল্পনার কথা তারা জানতে পারে গত ১৪ ফেব্রুয়ারি। ওই রাতেই পুলিশ অভিযান চালায় হরিনারায়ণের বাড়িতে। ধরা পড়া হরিনারায়ণকে জেরা করে পুলিশ মাওবাদীদের এই নাশকতার ছক সম্পর্কে আরও বিশদে জানার চেষ্টা করছে। পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “এই ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।” পুলিশ জানায়, এক বছর আগে সোন-গঙ্গা বিন্ধ্যাঞ্চলের জোনাল কমান্ডার নিরালা যাদব এবং ফুলে প্রসাদ পুলিশের হাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ, পুলিশের অস্ত্র লুঠ-সহ অন্তত ১২টি মামলা চলছে। ষড়যন্ত্রকারী জঙ্গিরা ওই মূলত ওই দুই বন্দিকে ছাড়াতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। মনু মহারাজ বলেন, “ধৃত জেরায় জানিয়েছে, রেললাইন ওড়ানোর ছকও ছিল।”

জম্মুতে ঢুকতে বাধা পেলেন তোগাড়িয়া
অশান্তির আশঙ্কায়, জম্মু বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে পুলিশি হেফাজতে নেওয়া হল বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়াকে। পরে তাঁকে ফেরত পাঠিয়ে দিল প্রশাসন। বিশেষ সূত্রের খবর, গত বছর মার্চে রাজৌরি জেলায় সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তৃতা দিয়ে বিতর্কের আবহ তৈরি করেছিলেন তিনি। সম্প্রতি মহারাষ্ট্রেও তাঁর ‘হেট স্পিচ’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার প্রভাব পড়তে পারে কাশ্মীরেও, সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তোগাড়িয়ার দাবি, তাঁর নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে। ঘটনার প্রতিবাদে জম্মু বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা।

দেহ উদ্ধার
এক সপ্তাহ নিখোঁজ থাকার পর, অপহৃত ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত ব্যবসায়ী জ্ঞানচন্দ্র জৈন ১৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তামারের বাসিন্দা ওই ব্যবসায়ীয়ের মৃতদেহ আজ সকালে রাঁচি জেলার ইটকির জঙ্গল থেকে উদ্ধার হয়। মৃতদেহটি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তবে গাড়ির চালককে এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ভ্যালেন্টাইন ডে-র দিন জ্ঞানচন্দ্র যে গাড়িতে চড়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই গাড়ি-সহ তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশের ধারণা, খুনের পিছনে চালকের যোগ রয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাঁচি শহরে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে একাধিক ব্যবসায়ী সংগঠন।

পরেশ ঘনিষ্ঠের আত্মসমর্পণ
কট্টর আলফা নেতা তথা পরেশ বরুয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় চাইনিজ ওরফে বিজয় দাস আত্মসমর্পণ করলেন। হপ্তাখানেক তিনসুকিয়ার গোপন ঘাঁটিতে থাকার পরে, আজ পুলিশ ও সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি। মায়ানমারে, যুদ্ধপন্থী আলফার শিবিরে থাকা বিজয় ইস্টার্ন জোনাল কম্যান্ডার ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, সংগঠনের আরও বেশ কিছু সদস্য শীঘ্রই আলোচনার পথে পা বাড়াবে। বিজয় খোদ পরেশ বরুয়াকেও শান্তির পথে ফেরার আহ্বান জানান।

পর্দায় ‘প্রতীক্ষা’
এ বার পর্দায় দেখা যাবে অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’র অন্দরমহল। চিত্র-পরিচালক অনুরাগ কাশ্যপের আগামী ছবি ‘বম্বে টকিজ’-এর কিছু দৃশ্যের শু্যটিং হবে বচ্চনের বাড়িতে। ওই ছবির প্রযোজক অসি দুয়া বলেছেন, “চিত্রনাট্যের প্রধান অংশ জুড়ে রয়েছে মিস্টার বচ্চনের বাংলো। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। প্রথম বারের জন্য সেলুলয়েডের পর্দায় আসতে চলেছে এই বাড়ি।”

শ্রীলঙ্কা এলে এশীয় অ্যাথলেটিকস নয়: জয়া
প্রয়াত এলটিটিই নেতা প্রভাকরনের ছেলে বালচন্দ্রনের হত্যা নিয়ে গত কয়েক দিন ধরেই সরব ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এর প্রতিবাদে এ বার তিনি আসন্ন ‘এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপস’-এর আসর তাঁর রাজ্যে বসাতে দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন। তাঁর বক্তব্য, “প্রতিযোগিতা এখানে হলে তামিল ভাবাবেগে আঘাত লাগবে।” আগামী জুলাইয়ে তামিলনাড়ুতে ২০তম ‘এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপস’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জয়ললিতা জানিয়েছেন, শ্রীলঙ্কার খেলোয়াড়রা অংশ নিলে তাঁর রাজ্যের পক্ষে প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব নয়। প্রভাকরনের বারো বছরের ছেলে বালচন্দ্রনের হত্যার কিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তার পর থেকেই গোটা ঘটনায় শ্রীলঙ্কা সেনা ও সরকারের সমালোচনা করেছেন জয়ললিতা। এমনকী বালচন্দ্রনের হত্যাকে যুদ্ধপরাধের সঙ্গেও তুলনা করেছেন তিনি। জয়ললিতা জানিয়েছেন, সিঙ্গাপুরে ‘এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন’ কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, প্রতিযোগিতা থেকে শ্রীলঙ্কার খেলোয়াড়দের বাদ দিতে হবে। জয়ললিতার কথায়, “এখনও সিঙ্গাপুর থেকে কোনও আশানুরূপ জবাব আসেনি। তাই আমার সরকার এমন কোনও প্রতিযোগিতার আয়োজন করতে পারে না, যেখানে শ্রীলঙ্কার খোলোয়াড়রা অংশ নেবে। তামিলরা এটা কখনও মেনে নেবেন না।”

জমি বিবাদে খাওয়ানো হল অ্যাসিড
জমি নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের লোকেরা তিন ভাইকে জোর করে অ্যাসিড খাইয়ে দিল। জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তাঁরা। বৃহস্পতিবার সকালে সীতামঢ়ী জেলার মোহনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ওই গ্রামে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল। আজ সকালে রাম সেবক রাই, শঙ্কর কুমার এবং রমেশ কুমার—এই তিন ভাই ওই জমিতে ঘর তৈরি করছিল। সেই সময় প্রতিপক্ষের লোকেরা এসে কাজ বন্ধ করতে বলে। তা না করায় দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। তাতেও রাগ না মেটায় এরপরে প্রতিপক্ষের লোকেরা জোর করে তিন ভাইকে অ্যাসিড খাইয়ে দেয়। সকলকেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএসপি সঞ্জয় কুমার বলেন, “ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে সকলেই পলাতক।”

কোহিনুর দেব না: ক্যামেরন
প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বুধবারই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন তিনি। বলেছিলেন, “ওই হত্যাকাণ্ড ব্রিটিশ ইতিহাসের লজ্জাজনক ঘটনা।” কিন্তু কোহিনুর হিরে নিয়ে কোনও রকম আপসে রাজি নন ডেভিড ক্যামেরন। স্পষ্টই তিনি জানিয়ে দিয়েছেন, রানির মুকুটে শোভা পাওয়া সেই হিরে ভারতকে ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। ১০৫ ক্যারাটের কোহিনুর হিরেটি ব্রিটিশ শাসনের সময়ই ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ১৮৫০ সালে রানি ভিক্টোরিয়াকে ওই হিরে উপহার দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন ঔপনিবেশিক গভর্নর জেনারেল। সেই থেকে কোহিনুর ইংল্যান্ডেই রয়ে গিয়েছে। টাওয়ার অফ লন্ডনে এখন হিরেটি সাজিয়ে রাখা আছে।

ইশরাত কাণ্ডে গ্রেফতার আইপিএস
ইশরাত জাহান ভুয়ো সংঘর্ষের মামলায় আইপিএস অফিসার জিএল সিঙ্ঘলকে গ্রেফতার করেছে সিবিআই। ২০০৪ সালে ১৯ বছরের তরুণী ইশরাত জাহান ও আরও তিন জনকে হত্যা করে গুজরাত পুলিশ। ঘটনার সময়ে গুজরাত পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে ছিলেন সিঙ্ঘল। হত চার জন লস্কর-ই-তইবা জঙ্গি ছিলেন বলে দাবি করেছিল পুলিশ। কিন্তু গুজরাত হাইকোর্টের নিয়ন্ত্রণাধীন বিশেষ তদন্তকারী দল জানিয়েছে, ওই চার জনকে ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় সিঙ্ঘলের বিশেষ ভূমিকা ছিল বলে অভিযোগ সিবিআইয়ের।

আশাবাদী খুরশিদ
কপ্টার কেলেঙ্কারি নিয়ে পেশ করা চার্জশিটের প্রতিলিপি ভারতকে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে ইতালির আদালত। তা সত্ত্বেও বিদেশমন্ত্রী সলমন খুরশিদ মনে করছেন, এখনও আশা রয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খুরশিদ বলেন, “ইতালির সর্বোচ্চ আদালত পর্যন্ত এখনও বিষয়টি গড়ায়নি। তা-ই এখনই বলা যায় না যে ইতালি ভারতকে সাহায্য করতে পারবে না। আদালত ছাড়া অন্যান্য বিভাগগুলির সঙ্গেও এই নিয়ে আলোচনা চলছে। আমাদের সরকার তথ্য জোগাড় করার সব ধরনের চেষ্টা চালাচ্ছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.