বিপর্যস্ত ব্যাঙ্কিং, ক্ষতি ২৬ হাজার কোটি
দু’দিন সাধারণ ধর্মঘটে বড় ধরনের ধাক্কা খেল দেশের অর্থনৈতিক ক্ষেত্র। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পাশাপাশি ব্যাঙ্কেও দু’দিন ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ককর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ওই সংগঠনের আওতায় রয়েছে ন’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ফলে, টাকা তোলা, জমা দেওয়া ও চেক ক্লিয়ারেন্সের মতো কাজ সারা দেশেই বন্ধ ছিল গত কাল ও আজ।
বণিকসভা সিআইআই ও অ্যাসোচেমের মতে, দু’দিনের ধর্মঘটে মোট ২৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। দেশের অর্থনীতি যখন এমনিতেই সমস্যার মুখে তখন এই ধর্মঘট নিয়ে রীতিমতো উদ্বিগ্ন শিল্প মহল। সিআইআইয়ের প্রেসিডেন্ট আদি গোদরেজের বক্তব্য,“ বন্ধ ডেকে কি ভাবে সমস্যার সমাধান হবে, তা স্পষ্ট নয়। ধর্মঘটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুর ও ছোট ব্যবসায়ীরা।”
সিআইআইয়ের মতে, দেশে ফের বিনিয়োগ চাঙ্গা করার মতো পরিবেশ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে ইউনিয়ন ও শিল্পসংস্থাগুলির একসঙ্গে কাজ করা উচিত।
গ্রাহকদের অসুবিধা কমাতে এটিএমগুলিতে বেশ কিছু টাকা মঙ্গলবারের মধ্যেই ভরে রাখার ব্যবস্থা করেছিল ব্যাঙ্কগুলি। কিন্তু তা সত্ত্বেও টাকা ফুরিয়ে যাওয়ায় আজ বিপাকে পড়েছেন গ্রাহকরা।
মুম্বইয়ে টাকা ছিল না বেশির ভাগ এটিএমে। ব্যাঙ্ককর্মী ইউনিয়নের নেতা বিশ্বাস উতাগি জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের কর্মীরাও ধর্মঘটে যোগ দিয়েছেন। তাই ‘চেক ক্লিয়ারেন্সের’ কাজও হচ্ছে না। পড়ে থাকা কাজ মেটাতে অন্তত দু’তিন দিন সময় লাগবে বলে ধারণা উতাগির। ব্যাঙ্ককর্মী সংগঠনের দাবি, সারা দেশেই ব্যাঙ্কিং পরিষেবা বিপর্যস্ত। তবে কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক খোলা ছিল।
তামিলনাড়ু থেকে ওড়িশা-সর্বত্রই ধর্মঘটের জেরে ব্যাঙ্ক ছিল বন্ধ। কলকাতাতেও পরিস্থিতি একই। এটিএমের নিরাপত্তারক্ষী ও সাফাইকর্মীরাও ধর্মঘটে যোগ দেন। তবে আজ সন্ধ্যা ছ’টার পরে নিরাপত্তারক্ষীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্মী সংগঠনের নেতারা। তাই সন্ধ্যায় খুলেছে কয়েকটি এটিএম। ধর্মঘটে যোগ দিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার কর্মীরাও।
আজ বন্ধ ছিল সংসদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাটিও। বেতন থেকে পেনশন- সব কিছুর জন্য সাংসদদের ভরসা ওই ব্যাঙ্কই। আজ বাজেট অধিবেশন শুরু হয়েছে। সংসদে এসে ব্যাঙ্কে যান অনেক সাংসদই। কিন্তু, বিধি বাম। ব্যাঙ্কের দরজা ছিল বন্ধ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.