আর্থ-সামাজিক উন্নয়নে চুক্তি
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
জৈব পদ্ধতির প্রয়োগ ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে এল বিশ্বভারতী ও বসু বিজ্ঞান মন্দির। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৃহস্পতিবার একটি মউ চুক্তি স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত ও ভারপ্রাপ্ত কর্মসচিব মণিমুকুট মিত্র এবং বসু বিজ্ঞান মন্দিরের অধিকর্তা শিবাজী রাহা ও কর্মসচিব সুরজিৎ পানিগ্রাহী। বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “উভয় প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের সম্পর্ক যেমন আরও ভাল হবে তেমনি জৈব পদ্ধতির প্রয়োগ ও প্রশিক্ষণে এক প্রতিষ্ঠান অন্যের পরিপূরক হবে। দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার স্বপ্নকে আরও সফল ও বাস্তব রূপ দিতে এই উদ্যোগ।” বসু বিজ্ঞান মন্দিরের অধিকর্তা শিবাজী রাহা বলেন, “জৈব পদ্ধতির প্রয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের অনগ্রসর শ্রেণির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নই মূল লক্ষ্য।”
|
গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ইলামবাজার থানার সাহাপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় ধৃত দু’জনের জামিন নামঞ্জুর করে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এসিজএম পীযূষ ঘোষ ধৃত দু’জনের জামিন নাকচ করে দিয়েছেন। ধৃতদের কাছ থেকে একটি কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ।” গত ১৫ ফেব্রুয়ারি সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলামবাজার থানায় ১০টি কম্পিউটার চুরির অভিযোগ জানিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে শেখ অম্বিকা ও শেখ বরজামানকে গ্রেফতার করে।
|
ধৃতদের জেল
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নিষিদ্ধ মাদকের ব্যবসা ও সেবনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বোলপুর আদালতে তোলা হলে জেলহাজত হয়। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “নিষদ্ধ মাদকের ব্যবসা ও সেবনের অভিযোগে ধৃতদের বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছেন।” জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “রাতে বিভিন্ন জায়গায় চড়াও হয়ে শহরের ওই পাঁচ যুবককে ধরা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ মাদক, ইঞ্জেকশন।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
সুমিত্রা হেমব্রম নামে এক আদিবাসী নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল রাজনগর থানার পুলিশ। বুধবার সকালে রাজনগরের তাঁতিপাড়া পঞ্চায়েত এলাকার বরকোন্দা গ্রামের বাসিন্দা বছর ষোলোর নাবালিকার দেহ গ্রামের কাছাকাছি একটি সোনাঝুড়ি গাছে ঝুলন্ত আবস্থায় পাওয়া যায়। পুলিশের কাছে ওই নাবালিকার মা সনমুনি হেমব্রম অভিযোগ করছেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। |