অমর ২১ ফেব্রুয়ারি |
|
• কালনার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর, গোয়ালাপাড়া ও সমুদ্রগড় এলাকা থেকে মিছিল বেরোল ভাষা দিবসে। ছিলেন ক্ষুদ্র, কুটির, বস্ত্র ও ভূমি দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ।
• ধাত্রীগ্রাম সাহিত্যপ্রেমী মঞ্চের উদ্যোগে একটি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ে। মহকুমা তথ্য সংস্কৃতি দফতর ও একটি সংস্থার যৌথ উদ্যোগে ভাষা দিবস পালিত হয় নাদনঘাটেও।
• বাংলা ভাষায় আদালত ও প্রশাসনের অন্যান্য বিভাগে কাজকর্ম পরিচালনার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশনের কালনা শাখা স্মারকলিপি জমা দিল মহকুমাশাসক ও মহকুমা আদালতের ছয় বিচারককে।
• কাটোয়া পুরসভা পরিচালিত নজরুল মুক্ত মঞ্চে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পুরপ্রধান শুভ্রা রায়-সহ বিশিষ্টেরা।
• শহরের কলেজপাড়ায় ‘ভাষা শহিদ উদ্যানে’ শহিদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানান ভাষা শহিদ স্মারক সমিতির কাটোয়া শাখার সদস্যেরা। মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে রবীন্দ্রভবনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। |
পানুহাটের লুমলেস মাঠে। |
কালনার সত্যময় পাঠাগারে। |
একুশে উদ্যোগ। |
|
• পানুহাটের অষ্টকের উদ্যোগে ইঁদারাপাড়া লুমলেস মাঠে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল একটি আলোচনা সভারও।
• রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর, সিটি সেন্ট্রাল লাইব্রেরি ও পলাশডিহা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে অনুষ্ঠান আয়োজিত হয়। পলাশডিহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের ওই অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারা ছাড়াও যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ।
• এডিসন রোডের ভাষা শহিদ স্মারক উদ্যানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখা, বাংলা ভাষা চেতনা সমিতি ও বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ভাষা শহীদ স্মারকে মাল্যদান করা হয়।
• তিলক ময়দানেও শহিদদের স্মরণে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। কবি, সাহিত্যিকরা স্বরচিত গান, কবিতা পাঠ করেন।
• আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি’র পক্ষ থেকে বীরভানপুরে প্রভাত ফেরি বেরোয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
• ভাষা শহিদ স্মারক সমিতির উদ্যোগে আসানসোলের স্পন্দন পার্কে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। মালা দেওয়া হয় শহীদ বেদিতে। ছিলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও ভাষা শহীদ স্মারক সমিতির সভাপতি প্রতিভারঞ্জন মুখোপাধ্যায়।
• হিরাপুরের বিভিন্ন এলাকাতেও একাধিক সাহিত্য সংগঠনের উদ্যোগে দিনটি উদযাপিত হয়। |
|
|
|
বর্ধমান শহরে ও কাটোয়ার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
|
• আসানসোলে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের তরফে প্রভাত ফেরি বেরোয়। গান কবিতায় শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে।
• রূপনারায়ণপুরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রূপনারায়ণপুর শাখার উদ্যোগে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
• চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার সাংস্কৃতিক সংগঠন আয়োজিত দুটি অনুষ্ঠানে, বাসন্তী ও শ্রীলতা প্রেক্ষাগৃহে যোগ দেন স্থানীয় শিল্পী সাহিত্যিকরা।
• পাণ্ডবেশ্বরের অজয়ের তীরে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে কথামুখ ও ঐক্যের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাউল গান শ্রোতা দর্শকদের মাতিয়ে রাখে।
|
বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।
|
প্রভাত ফেরি। নিজস্ব চিত্র।
|
পলাশডিহা স্কুলে। নিজস্ব চিত্র।
|
|
|