জেলা পুলিশের উদ্যোগে আদিবাসী ক্রীড়া ও সংস্কতি উত্সবে যোগ দিল জেলার ৭টি থানার প্রায় পাঁচশো প্রতিযোগী। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে তুলে দেওয়া হয় ছাগল, হাঁস ও মুরগি। সব চেয়ে বেশি পুরস্কার পায় জামালপুর থানা। বৃহস্পতিবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের আইজি গঙ্গেশ্বর সিংহ। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা ও পরিবহণ দফতরের পরামশর্দাতা, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়। বিজ্ঞান ও জৈব প্রযুক্তি ফতরের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, ডিআইজি তাপস ঘোষ প্রমুখ।
|
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল বেলডাঙা আদিবাসী ইবন গাঁওতা। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা কুইলাপুর ফ্রেন্ডস ক্লাবকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কুইলাপুর ৯ উইকেটে ৮৯ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বেলডাঙা।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হল ডিসিসি। এমএএমসি মাঠে তারা ৬ উইকেটে শ্রমিকনগর এসসিকে হারায়। প্রথমে ব্যাট করে শ্রমিকনগর সব উইকেটে ১৫৩ রান করে। কল্যাণ চট্টোপাধ্যায় ৩৮ রান করেন। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ডিসিসি। আকাশদীপ ঘোষ ৫৮ রান ও তিনটি উইকেট ও দেবপ্রিয় ঘোষ ৩২ রান ও তিনটি উইকেট নেন। শুভজিত্ মণ্ডল অপরাজিত ২০ রান করেন।
|
সামডি নিউ ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল বোলকুা সিসি। সামডি মাঠে তারা এইচসিএল বয়েজ ক্লাবকে ৭২ রানে হারায়। প্রথমে ব্যাট করে বোলকুন্ডা ৭ উইকেটে ১৬৫ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ৯৩ রানের বেশি তুলতে পারেনি এইচসিএল। খেলার সেরা বিজয়ী দলের পরাশ চট্টরাজ। |