সিপিএম ও কংগ্রেসের ফেস্টুন ও দলীয় পতাকা ছিঁড়ে ও পুড়িয়ে ফেলার ঘটনায় ইংরেজবাজার বিধানসভা এলাকায় মহেশপুর বাগানপাড়া ও ব্যাসপুরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার গভীর রাতে দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়া ও পোড়ানোর অভিযোগে সিপিএমের জেলা সম্পাদক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে নিবার্চন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন। কিন্তু এখনও এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেফতার না করায় অসন্তোষ দেখা দেয়। ইংরেজবাজার থানার আইসি দিলীপ কর্মকার বলেন, “অভিযোগ পাওয়ার পরই পুলিশ ওই গ্রামে ছুটে গিয়েছিল। গ্রামে গিয়ে পুলিশ দেখেছে কিছু ফেস্টুন, প্ল্যাকার্ড ছেঁড়া অবস্থা পড়ে রয়েছে। কারা ছিঁড়েছে গ্রামের কেউ বলতে চাইছে না। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্রের অভিযোগ, “ভোট যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর এই আতঙ্কে তৃণমূল কংগ্রেস মহেশপুর বাগানপাড়া ও ব্যাসপুরে আমাদের শতাধিক দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। মাঝরাতে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী মহেশপুর বাগানপাড়ায় আমাদের এক পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে লাগানো ফেস্টুন ও দলীয় পতাকা ছিঁড়ে পোড়ানোর সময় জেগে গিয়েছিল। সে উঠে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা ফোন করে পরে ইংরেজবাজার থানা লিখিতভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”
এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর অভিযোগ, ইংরেজ বাজারের বেশিরভাগ মানুষ যখন তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করে জিততে চাইছে। তাঁ দুইটি গ্রামে তাঁদের প্রচুর ফেস্টুন তৃণমূল কংগ্রেস ছিঁড়েছে।
এদিকে তাদের বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। তাঁর দাবি, “মালদহে কংগ্রেস ও সিপিএমে ধস নেমেছে। দলে ধস নামায় কংগ্রেস ও সিপিএম দু’দল আতঙ্কিত হয়ে পড়েছে। ভোটারদের সহানূভুতি আদায় করতে ফ্য্যাগ ফেস্টুন ছিঁড়ে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে আমাদের দলের বদনাম করতে এই অপপ্রচার করছে।”
তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, “উপনিবার্চন ঠিক ভাবে হচ্ছে কিনা তা দেখতে নিবার্চন কমিশন যে পর্যবেক্ষককে মালদহে পাঠিয়েছে। সেই পর্যবেক্ষক কংগ্রেসের হয়ে পক্ষপাতিত্ব করেছে। পযবেক্ষকের নির্দেশে অতিরিক্ত জেলাসাসক আমার বাড়িতে ঢুকে আমার পোস্টার খুলে নিয়েছে। নিবার্চন কমিশনের কাছে পযবেক্ষকের বিরুদ্ধে নালিশ করেছি। আমরা কেন কংগ্রেস, সিপিএমের পোস্টার, ফেস্টুন ছিঁড়তে যাব।”
মঙ্গলবার সকালে মহেশতলা বাগানপাড়ায় গিয়ে দেখা গেল সিপিএমের সদস্যের বাড়ির সামনে সিপিএমে ও কংগ্রেসের ছেঁড়া ও পোড়া বেশ কিছু ফেস্টুন ও দলীয় পতাকা পড়ে রয়েছে। যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য আঙুরি বালা বলেন, এলাকায় প্রচার সেরে কালকে অনেক রাতে ধুমিয়েছিলাম। হঠাৎ শব্দ হতেই জানালা খুলে দেখি ১০-১২ জন যুবক আমার বাড়ির সামনে লাগানে ফেস্টুন , ফ্ল্যাগ খুলে পোড়াচ্ছে। আমি চিৎকার করতেই ওরা আমার বাড়ির সামনে একটি অটো রিক্সাতে আগুন লাগিয়ে পালিয় যায়। আশেপাশের লোকেরা ছুটে এসে অটোরিক্সার আগুন নেভায়। পোস্টার ও ফেস্টুন ছেঁড়া নিয়ে ফের যাতে কোন গোলমমাল না হয় বিকেল থেকে দুই গ্রামে পুলিশি টহল শুরু হয়েছে। |