শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের পরীক্ষাকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সুজিত দত্ত, রিন্টু পাল, সুদীপ্ত ভৌমিকের মতো পরীক্ষার্থীদের একাংশ এসজেডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে অভিযোগ জানান। অভিযোগ, রাজ্যে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র সদস্যদের নিয়োগ পরীক্ষায় সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই সংগঠনের কয়েকজন সুপারভাইজার পদের জন্য আবেদন করলেও তাদের করণীক পদে পরীক্ষা দেওয়ার জন্য আ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে। তাতে ওই পদে তাঁদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সন্দেহ অভিযোগকারীদের। তা ছাড়া সেপ্টেম্বর মাসে নিয়োগের পরীক্ষার জন্য কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন তাতে ‘সার্ভে অ্যাসিস্ট্যান্ট’ পদে ৬ টি পদ খালি রয়েছে বলে জানানো হয়। নভেম্বর মাসে ফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় ৬ টি নয় ৩ টি পদ খালি রয়েছে।
এসজেডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গোদালা কিরণ কুমার বলেন, “সুপারভাইজার পদে আবেদনকারীদের ‘পিওন’ পদে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে।” |
এসজেডিএ-র উদ্যোগে ‘রক ক্লাইম্বিং ওয়াল’ তৈরির
শিলান্যাসে রুদ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার। —নিজস্ব চিত্র। |
অন্যান্য অভিযোগের ব্যাপারে তিনি জানান, নিয়োগ পরীক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিক প্রশ্নপত্র আনা হয়েছে। পরীক্ষার একদিন আগে লটারির মাধ্যমে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা কমিটি ঠিক করবে কোন প্রশ্নপত্র পরীক্ষায় দেওয়া হবে। তাই কে সুযোগ পাবেন তা আগে থেকে ঠিক করা হচ্ছে বলে সে অভিযোগ উঠছে তা ঠিক নয়। তিনি বলেন দফতরের কর্মী সংগঠনের অনেকেই ওই সমস্ত পদে নিয়োগের জন্য আবেদনকরেছেন। পরীক্ষায় উত্তীর্ম হলে তারা পেতেও পারেন। তার মানে এই নয় তাদের সুবিধা করে দেওয়া হচ্ছে। মুখ্য কার্য নির্বাহী আধিকারিক বলেন, “অন্য পরীক্ষার্থীদের অনেকে তা নিয়ে সন্দেহ করছেন। কিন্তু অভিযোগ ঠিক নয়।”
এসজেডিএ কর্তৃপক্ষের দাবি, প্রথম বিজ্ঞপ্তি দেওয়ার সময়ই জানানো হয়েছিল কোনও পদে সে আসন রয়েছে বলা হচ্ছে প্রয়োজনে তা কম বেশি করা হতে পারে। সেই মতো সার্ভে অ্যাসিস্ট্যান্ট পদে ৩ জন কমেছে। আবার প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদে কয়েকটি আসন বেড়েছে-ও। আবার অনেক ক্ষেত্রে ৬ টা, ৭ টা পদের জন্য প্রার্থী রয়েছে মাত্র ৩০-৪০ জন। আগামী ২৪ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ পরীক্ষাগুলি হবে।
অন্য দিকে এ দিন পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের তরফে এলাকায় আন্ডারপাসের কাজ দ্রুত শেষ করার দাবি তোলা হয়। তাঁদের সঙ্গে ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর স্বপন চন্দ। চতুর্থ মহানন্দা সেতুর কাজ শেষ করে তা অবিলম্বে চালু করার দাবিও জানান স্বপনবাবু, পিন্টু ঘোষরা। ওই কাজ দ্রুত করার আশ্বাস দিয়েছেন কতৃর্পক্ষ। |