টুকরো খবর
নিগ্রহের নালিশ
নবম শ্রেণির এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। সোমবার বিকেলে শক্তিনগরের ঘটনা। কৃষ্ণনগর গোরস্থানপাড়ার বাসিন্দা অভিযুক্ত শিবু অধিকারী ও ছোট্টু চক্রবর্তী পলাতক। আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “দুই যুবকের খোঁজ চলছে।” পুলিশ জানায়, শক্তিনগরের ওই ছাত্রীকে মাসখানেক ধরে উত্ত্যক্ত করত শিবু ও ছোট্টু। বিয়ের প্রস্তাবও দেয় তারা। অভিযোগ, প্রস্তাবে সায় না দিলে অভিযুক্তেরা ওই কিশোরীর ক্ষতি করবে বলে শাসাত। ওই ছাত্রীর কথায়, “স্কুল থেকে ফেরার সময় শিবু ও ছোট্টু আমার পথ আটকায়। প্রতিবাদ করায় আমায় মারধর করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওরা চম্পট দেয়।” তার পরিবারের তরফে অভিযোগ জানানো হয় থানায়। কৃষ্ণনগরের পুরপ্রধান কংগ্রেসের অসীম সাহা বলেন, “এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। মেয়েদের স্কুলের ছেলের দল জড়ো হয়ে তাদের উত্ত্যক্ত করে। প্রশাসনের কঠোর হাতে এটা নিয়ন্ত্রণ করা উচিত।”

ডোমকল বইমেলা
সমস্ত বাধা কাটিয়ে এই প্রথম শুরু হল ডোমকল বইমেলা। বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করে রবিবার মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ সনত্‌ ঘোষ। এ দিন প্রয়াত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ ও সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করা হয়। ছিলেন নজরুল ইসলাম, সৈয়দ হাসমত জালাল ও খালেদ নৌমান। প্রথম দিনে মানুষের ঢল ছিল চোখে পড়ার মত। মেলা কমিটির সম্পাদক ধীমান দাস বলেন, “ডোমকলের মত পিছিয়ে পড়া এলাকায় বইমেলা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। তবে প্রথম দিনে বইপ্রেমীদের আনাগোনা আমাদের স্বস্তি দিয়েছে।” বই পাগলদের ভিড়ে উদ্যোক্তাদের খুশি প্রকাশকেরাও। কলকাতার এক প্রকাশন সংস্থার কর্ণধার লীনা পাল বলেন, “এ বার প্রথম হচ্ছে বইমেলা। তাই কিছুটা সংশয়ে ছিলাম। কিন্তু দেখছি এখানে বইপ্রেমীদের সংখ্যাটা নেহাত কম নয়।”

ব্যাহত পঠনপাঠন
বেশ কয়েকজন শিক্ষক এক সঙ্গে ছুটি নেওয়ায় ব্যাহত হল পঠনপাঠন। হোগলবেড়িয়া আদর্শ শিক্ষানিকেতনের ঘটনা। শিক্ষক নারায়ণ বিশ্বাস বলেন, “মঙ্গলবার এক সহ-শিক্ষকের বিয়ে ছিল। জনা কুড়ি শিক্ষক বিয়েতে গিয়েছিলেন। ফলে এ দিন চতুর্থ পিরিয়ডের পরে ক্লাস নেওয়া সম্ভব হয়নি।” প্রধান শিক্ষক বিমলকৃষ্ণ বিশ্বাস বলেন, “আমি ও স্কুলের বেশ কয়েকজন শিক্ষক ছুটিতে ছিলাম। তবে তার জন্য তো স্কুলে পঠনপাঠনের অসুবিধা হওয়ার কথা নয়।”

সংঘর্ষে জখম ৬
সরস্বতী পুজোর বিসর্জনকে ঘিরে ঝামেলায় নাকাশিপাড়ার ধর্মদাতে ৬ জন জখম হয়েছেন। চার জন বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল ও দু’জন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, মঙ্গলবার ওই এলাকায় বিসর্জনের জন্য দু’টি পুজো কমিটির শোভাযাত্রা বার হয়। রাস্তার দখলকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি বাধে।

ডুবে মৃত্যু জওয়ানের
পাচারকারীকে ধরতে গঙ্গায় ঝাঁপ দেওয়ায় ডুবে মৃত্যু হল বিএসএফের ২০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানের। নাম লাল সিংহ (৪৩)। বাড়ি উত্তরপ্রদেশের মথুরার বলদইতে। সোমবার রাতে নুরপুর এলাকার ঘটনা। পরে অবশ্য অন্য জওয়ানেরা সেন্টু শেখ নামে এক গরু পাচারকারীকে ধরে ফেলেন বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

বাড়ল মেলার মেয়াদ
জঙ্গিপুর বইমেলার মেয়াদ বাড়ল দু’দিন। মঙ্গলবার মেলা শেষের কথা থাকলেও তা চলবে বৃহস্পতিবার। এমনকি ২০ ফেব্রুয়ারি বামেদের ডাকা বন্ধের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে মেলাকে। এ কথা জানিয়েছেন মেলার আহ্বায়ক তথা সিপিএমের জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহ রায়।

গ্রেফতার যুবক
গয়না তৈরির জন্য ৪ কিলোগ্রাম তামার তার ও একটি টিভি সেট চুরির দায়ে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ভালুকা থেকে মঙ্গলবার অপূর্ব মণ্ডলকে ধরে রাজস্থান ও কৃষ্ণনগর পুলিশের যৌথ দল।

প্রচারের ব্যয় নিয়ে প্রশ্ন
ছবি: গৌতম প্রামাণিক
রেজিনগরে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীরের প্রচারের ব্যয় নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাসের দাবি, “তৃণমূলের পতাকা দেখিয়ে কিছু পেট্রোল পাম্প থেকে বিনামূল্যে পেট্রোল নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ করেছি।” হুমায়ুন বলছেন, “মঙ্গলবার আমাদের রোড শো-য় যে মোটরবাইকগুলি যোগ দেয়, তাদের কিছু পেট্রোল দেওয়া হয়েছে। দলের শুভানুধ্যায়ীরা সেই ব্যবস্থা করেছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.