গত ৭-১৩ ফেব্রুয়ারি ব্যারাক স্কোয়ার ময়দানে হল ‘মুর্শিদাবাদ জেলা বইমেলা’। মেলা উপলক্ষে প্রকাশ হল অবসরপ্রাপ্ত অধাপক সৌমেন্দ্রকুমার গুপ্তের প্রবন্ধ সংকলন ‘পরিবর্তনের সন্ধানে মুর্শিদাবাদের বাঙালি মুসলমান’। ১৯২৬-এ পাঁচথুপির ইন্দুমতী দেবী সংকলিত ‘বঙ্গনারীর ব্রতকথা’র প্রথম প্রকাশের ৮৭ বছর এ বার প্রকাশিত হল পুলকেন্দু সিংহ ও কৌশিক বড়ালের সম্পাদনায় পরিমার্জিত সংস্করণ, কল্যানকুমার দাস সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘অনন্য দাদাঠাকুর’। সৈয়দ খালেদ নৌমানর সম্পাদিত ‘অর্কেষ্ট্রা’র ফেব্রুয়ারি সংখ্যাটি প্রয়াত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ স্মরণ সংখ্যা হিসাবে প্রকাশিত হয়েছে। |
গত সোমবার বহরমপুর কালেক্টরেট ক্লবের হলঘরে কবি জীবনানন্দ দাশের ১১৫ তম জন্মদিন পালন করল ‘সময়’ পত্রিকা গোষ্ঠী। অনুষ্ঠানে কবির জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন কলেজ ও স্কুলের অবসরপ্রাপ্ত তিন শিক্ষক-- অধ্যাপক আবুল হাসনাত্, সুব্রত সরকার ও ‘সময়’ সম্পাদক উত্পলকুমার গুপ্ত। সুররোপিত করে ‘বনলতা সেন’ কবিতাটি গান হিসাবে গেয়েছেন শিল্পী সুমিতা ঘোষ। |
‘ছাপাখানার গলি’র মাসিক পাঠচক্র এক বছর অতিক্রম করে পা দিল দ্বিতীয় বছরে। গত রবিবার ত্রয়োদশতম পাঠচক্রের আসরটি বসে ‘চন্দ্র কমার্সসিয়াল ইন্সটিটিউট’-এ। বনফুলের ‘রবীন্দ্রস্মৃতি’ গ্রন্থটির উপর আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সন্ধিনী রায়চৌধুরী। সৌমেশ্বর ভৌমিকের গ্রন্থ ‘রূপের কল্পনির্ঝর ঃ সিনেমা আধুনিকতা ও রবীন্দ্রনাথ’-র উপর আলোচনা করেন বিশ্বভারতীর অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহা। রবিশঙ্করের স্মৃতিকথা মূলক গ্রন্থ ‘রাগ অনুরাগ’ ও অতনু চক্রবর্তীর ‘মুখোমুখি রবিশঙ্কর’ গ্রন্থ দু’টি নিয়ে আলোচনা করেন চিত্রশিল্পী কৃষ্ণজিত্ সেনগুপ্ত। |
বেদব্রত পাইন পরিচালিত ‘চিটাগং’ দিয়ে শনিবার শুরু হয়েছে বহরমপুর ফিল্ম সোসাইটি আয়োজিত ৪৮তম আর্ন্তজাতিক চলচ্চিত্র উত্সব। সিনেমা শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেদব্রত। পরদিন দেখানো হয় অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শান্তিনিকেতনে’। সিনেমার আগে ‘সমাজ ও সিনেমা’ নিয়ে আলোচনা করেন পরিচালক। সিনেমা শেষে দর্শকদের প্রশ্নের জবাব দেন পরিচালক। বৃহস্পতিবার হবে ‘কূর্মাবতার’। |
সাংস্কৃতিক সম্মিলনী আয়োজিত পত্রপত্রিকার সমাবেশ (মেলা) গত ১-৫ ফেব্রুয়ারি হয় রাধাবাজার পার্কে। বাংলা ভাষায় প্রকাশিত শতাধিক পত্রপত্রিকার বৈচিত্রপূর্ণ উপস্থিতি মেলাকে আকর্ষণীয় করে তুলেছিল। পাশাপাশি মেলায় ছিল বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী। |