টুকরো খবর
মনোবলেই শতায়ু অনিলবরণ মাইতি
এখনও কমেনি দৃঢ়তা।—নিজস্ব চিত্র।
নয়-নয় করে একশোটি বছর পেরোলেন কাঁথির অনিলবরণ মাইতি। মঙ্গলবার বাড়ির লনে ম্যারাপ বেঁধে অনিলবাবুর ১০১তম জন্মদিন পালন হল ধূমধাম করে। সকাল থেকেই আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীর ভিড়ে জমজমাট মাইতিবাড়ি। ভোরেই আমেরিকার ম্যাসিডন থেকে নাতনি অন্বেষা টেলিফোনে দাদুকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন। এমন দিনে দাদুর কাছে না-থাকতে পারার জন্য আফশোসের শেষ নেই তাঁর। বয়সের ভারে শরীর কিছুটা ন্যুব্জ হলেও মনের দিক থেকে এখনও তরুণ বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রাক্তন সদস্য অনিলবাবু। ১৯১৩ সালের ১৯ ফেব্রুয়ারি জন্ম তাঁর। ১৯৩০ সালে কাঁথি হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে কাঁথি প্রভাত কুমার কলেজে ভর্তি হন। স্কুলে পড়ার সময়ই বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য হয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে ঘনিষ্ঠ হন বিপ্লবী দীনেশ গুপ্তর সঙ্গে। গ্রেফতারি এড়াতে বিপ্লবী দীনেশ গুপ্ত দীর্ঘদিন অনিলবাবুর বাড়িতে আত্মগোপন করে ছিলেন। ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিন বার রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে দেখেছেন অনিলবাবু। এখনও প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে বাড়ির সকলকে ডেকে তোলেন বিপত্নীক অনিলবাবু। এই বয়সেও সম্পত্তির হিসাব-নিকেশ থেকে শুরু করে রান্নার জন্য সব্জি কেটে নাতবৌকে সাহায্য করায় আছেন তিনি। খাওয়া নিয়ে কোনও বাদ-বিচার নেই। অনিলবাবুর কথায়, “মাছ, মাংস, ডিম সব কিছুই খাই। তবে এখন বয়স হওয়ায় পরিমিত ভাবে খাই।” দীর্ঘ জীবনের রহস্য জানতে চাইলে অনিলবাবুর সহাস্য জবাব, ‘‘বেঁচে থাকার অদম্য ইচ্ছে আর মনোবল।”

সোনা উদ্ধার, পলাতক কর্মী
চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানা এলাকার পুড়ালবার গ্রামে। অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা শেখ সেলিম পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার পুন্ড্রি থানা এলাকার একটি সোনার দোকানের কর্মী ছিলেন শেখ সেলিম। ওই সোনার দোকান লাগোয়া ঘরে তিনি থাকতেন। গত ৮ ফেব্রুয়ারি সকালে দোকান মালিক দোকান খুলতে এসে দেখেন ওই ঘরে তালা দেওয়া, আর উধাও কয়েকবছরের বিশ্বস্ত কর্মী শেখ সেলিম। ওই দিনই তিনি থানায় অভিযোগে জানান, তাঁর দোকান থেকে সাড়ে সাতশো গ্রাম সোনার গয়না চুরি গিয়েছে। তারই তদন্তে রবিবার ভগবানপুরে আসে পুন্ড্রি থানার পুলিশ। ভগবানপুর থানার পুলিশের সহযোগিতায় তারা রবিবার তল্লাশি চালিয়েও কিছু পায়নি। সোমবার তল্লাশিতে একতলা বাড়ির ছাদের জল ট্যাঙ্কের তলায় একটি নাইলন ব্যাগের মধ্যে থেকে ৪১৯ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কক্ষের উদ্বোধন
সারদা-অরুণ কক্ষের উদ্বোধন হল কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ে। বাথুয়াড়ি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাতকুমার তামিলীর ১০ লক্ষ টাকা অর্থানুকূল্যে কক্ষটি নির্মিত হয়। মঙ্গলবার এর উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অর্গানাইজিং কমিটির সম্পাদক ও এগরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দীপককুমার তামিলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জনকুমার চক্রবর্তী আগামী দিনে দেশপ্রাণ মহাবিদ্যালয় যাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আর্থিক সাহায্য পায় তার জন্য সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন।

স্কুলে অনুষ্ঠান
বার্ষিক অনুষ্ঠান হল হলদিয়ার কুকড়াহাটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার এই অনুষ্ঠান উপলক্ষে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও ছিল নাচ, গান, নাটক-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন, ইআই রুদ্রনারায়ণ দোলুই প্রমুখ।

রামনগরে পাট্টা বিলি
পাট্টা বিতরণ কর্মসূচি হল রামনগর ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে। সোমবার সমিতির সভাকক্ষে এক অনুষ্ঠানে বালিসাই, কাদুয়া ও সটিলাপুর পঞ্চায়েত এলাকার ২১২ জনকে পাট্টা বিলি করা হয়। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, বিডিও সুকান্ত সাহা প্রমুখ। ভূমি কর্মাধ্যক্ষ মানস দাস জানান, ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে ৬ জন ভূমিহীনকে পাট্টা দেওয়া হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.