|
|
|
|
জলসেচের জন্য পূর্বে বরাদ্দ প্রায় ৬ কোটি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জলসেচের ব্যবস্থা করতে বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তা নিয়ে বিভিন্ন জেলায় গভীর নলকূপ, নদী থেকে জল উত্তোলনের পাম্প বসাতে উদ্যোগী হয়েছে রাজ্যের জলসম্পদ দফতর। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় এই নলকূপ ও নদী জল উত্তোলনের পাম্প বসানোর জন্য প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা কৃষি সেচ দফতর এই বরাদ্দ অর্থে প্রকল্প রূপায়ণের জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। জেলা কৃষি সেচ দফতরের নির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ বেরা বলেন, “কৃষকদের চাষের জন্য জলসেচের ব্যবস্থা করতে জেলার বিভিন্ন ব্লকে গভীর নলকূপ ও নদী থেকে জল উত্তোলক পাম্প বসানোর প্রকল্প নেওয়া হয়েছে। জেলার যে সব এলাকায় নোনাজল আছে সেই এলাকা বাদ দিয়ে এই প্রকল্পের কাজ হবে।”
পূর্ব মেদিনীপুর জেলা কৃষি ও সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত বর্ষার পর কৃষকদের বোরো ধান, রবি শস্য চাষের জন্য সেচের ব্যবস্থা করতে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র সেচ প্রকল্প গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্যের জলসম্পদ দফতর। অ্যাকসিলারেটেড ডেভেলপমেন্ট অফ মাইনর ইরিগেশন প্রজেক্ট নামে এই প্রকল্পে বিভিন্ন এলাকায় গভীর নলকূপ ও নদী জল উত্তোলক পাম্প বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ৪৭টি কম ক্ষমতাসম্পন্ন গভীর নলকূপ, ৫টি মাঝারি ক্ষমতাসম্পন্ন গভীর নলকূপ ও ৮টি নদী জল উত্তোলক পাম্প বসানোর প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য মোট ৫ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প রূপায়িত হলে জেলার বেশ কিছু এলাকায় শুখা মরসুমে কৃষকদের বোরো ধান চাষের ও বিভিন্ন রবি শস্য চাষের জন্য প্রয়োজনীয় জলের চাহিদা অনেকটাই মিটবে বলে কৃষি ও সেচ দফতরের আধিকারিকদের আশা। এর ফলে জেলায় কৃষি-সেচ ব্যবস্থারও সামগ্রিক উন্নতি ঘটবে বলে দফতরের আধিকারিকদের দাবি। |
|
|
|
|
|