পক্ষে-বিপক্ষে প্রচার শিল্পশহরে
শিল্পশহর হলদিয়ায় শিল্প ধর্মঘট নিয়ে যুযুধান শাসক ও বিরোধী শিবির।
আজ, বুধবার দেশ জুড়ে ৪৮ ঘণ্টার শিল্প ও সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। তারই সমর্থনে সিটু পোস্টার সাঁটিয়েছে শিল্পশহরের বিভিন্ন এলাকায়। বন্দর-সহ বিভিন্ন কারখানার সিটু সমর্থকেরা ধর্মঘটের সমর্থনে মিছিল করেছেন। মঙ্গলবার শিল্পশহরের বাইরেও ব্রজলালচক, চৈতন্যপুর, মহিষাদলে মিছিল করে বামেরা। উল্টো দিকে, বন্ধের বিরোধিতায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ধান্যঘাটা, দুর্গাচক, সিটিসেন্টার-সহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে। এ দিনও ধর্মঘট ব্যর্থ করার ডাক দিয়ে আইওসি-র অস্থায়ী শ্রমিকদের নিয়ে মিছিল করে আইএনটিটিইউসি।
ধর্মঘটের বিরোধিতায় হলদিয়া বন্দরে মিছিল
এ বারের বনধে শিল্পশহরে মিশ্র প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা হাইকোর্টের নির্দেশ, শাসকদলের চাপ ও পুলিশি ব্যবস্থাকে উপেক্ষা করে শিল্প ধর্মঘট সফল করা কঠিন সিটুর পক্ষে। গত দু’বছর শিল্পশহরে ধর্মঘট ব্যর্থ হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বেরও। জেলা আইএনটিটিইউসি-র কার্যকরী সভাপতি শিবনাথ সরকার বলেন, “শিল্পশহর সচল থাকবে। উৎপাদনও স্বাভাবিক থাকবে। এ বারও ধর্মঘট ব্যর্থ হবে।”
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও জোরজুলুমে বীতশ্রদ্ধ শ্রমিকেরা অবশ্য সিটুর পাশে আছে বলেই বিশ্বাস জেলার বাম নেতৃত্বের। সিটুর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা হলদিয়ার সম্পাদক সুদর্শন মান্না বলেন, “আমরা কোনও সংঘর্ষে যাব না। তবে শ্রমিকের স্বার্থে, সাধারণের স্বার্থে ডাকা এই ধর্মঘটে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দেবে।”
পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ-প্রশাসনও। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “মহকুমায় অতিরিক্ত ৫০ জন পুলিশ থাকছে। যে কোনও রকমের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.