ড্র ম্যাচে ফুটবলারদের পাল্টা গালিগালাজ করলেন রেফারি

প্রয়াগ ১ (ভিনসেন্ট)
মহমেডান ১ (অসীম)
ফুটবলাররা রেফারিকে গালিগালাজ করছে, এটা ফুটবল মাঠের অতি পরিচিত ছবি। কিন্তু রেফারিও পাল্টা ফুটবলারদের গালিগালাজ করছেন, এ রকম দৃশ্য মঙ্গলবারের মহমেডান-প্রয়াগ ম্যাচেই বোধহয় প্রথম দেখা গেল।
এ দিন ম্যাচ শেষ হওয়ার পর দু’দলের ফুটবলাররা যখন মাঠ ছাড়ছেন তখন সংবাদ মাধ্যমের সামনেই গৌতম কুজুর-ধনরাজনদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেল রেফারি অসিত কুমারকে। খেলা চলাকালীনই মাঠের মধ্যে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সাদা-কালো ফুটবলাররা। ম্যাচের পরও অসন্তোষ দেখান তাঁরা। উত্তরে ফুটবলারদের এক হাত নিলেন রেফারিও। যাঁর হাতে ম্যাচ পরিচালনার দায়িত্ব, মাঠের পরিস্থিতি ঠান্ডা রাখার দায়িত্ব, সেই রেফারির উত্তেজনা দেখে অবাক যুবভারতীতে উপস্থিত প্রত্যেকেই। গালিগালাজ করলে ফুটবলাররা শাস্তি পান। এ বার রেফারিও কি শাস্তি পাবেন? অসিত কুমারের বিরুদ্ধে চিঠি দিচ্ছে মহমেডান। ম্যাচ কমিশনার কোনও চিঠি দেন কি না সেটাই এখন দেখার! মহমেডান কর্তা কামারুদ্দিন বললেন, “মাঠে রেফারি গালিগালাজ করছে, এ রকম ঘটনা প্রথম দেখলাম। আমরা আইএফএ-কে সব জানিয়ে চিঠি দিচ্ছি।”
ম্যাচের শুরু থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে দুই দলের মধ্যেই একটা বিরক্তি কাজ করছিল। তবে রেফারির ঘন ঘন বাঁশি ও প্রয়াগের জঘন্য পারফরম্যান্সের মধ্যেও অসীম, অ্যালফ্রেডদের লড়াইটুকুই এ দিনের ম্যাচে যৎসামান্য পাওনা। ম্যাচের একেবারে শুরুতে অসীমের গোলে এগিয়েও যায় সাদা কালো বাহিনী। এর পরও বহু সুযোগ এসেছে মহমেডানের। কিন্তু কাজ লাগাতে ব্যর্থ তারা। অসীমের সঙ্গে ফরোয়ার্ডে বিদেশি উই যদি সামান্যতম ভাল খেলার ইচ্ছেটুকু দেখাত, তবে হয়তো বাকি দুই পয়েন্ট মাঠে ফেলে আসতে হত না সাদা-কালো ব্রিগেডকে। হতাশ কোচ অলোক বলছিলেন, “ম্যাচটা জিততেই পারতাম। এত গোলের সুযোগ নষ্ট করলে কি আর ম্যাচ জেতা যায়!” অন্য দিকে ম্যাচের একেবারে শেষের দিকে বেলোর অসাধারণ পাস থেকে ভিনসেন্টের গোলটুকু ছাড়া এলকো সাতোরির দলের আর কোনও প্রাপ্তি নেই। গোটা ম্যাচে এই একটাই সুযোগ তৈরি করতে পেরেছিল প্রয়াগ। তিন পয়েন্ট হারানোর জন্য যখন আফসোস করছিলেন অলোক, তখন ফুটবলারদের জঘন্য পারফরম্যান্সে ক্ষুব্ধ না হয়ে, আইএফএ’র ক্রীড়াসূচী নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন ডাচ কোচ। বললেন, “পরপর এ ভাবে ম্যাচ খেলা যায়? আইএফএ, ফেডারেশন, ক্লাব কর্তা- সবাই মিলে যেন ছেলেখেলা করছে।” শহরে ফিরলেও এ দিন যুবভারতীতে ম্যাচ দেখতে আসেননি কার্লোস।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.