সান সিরোয় চব্বিশ বছরের ক্ষত সারাতে চান বার্সা কোচ
বার্সেলোনা বনাম এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ম্যাচকে ‘গেম অব দ্য ইয়ার’ করে তুলতে চাইছে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব। নতুন করে গড়ে তোলা সান সিরো স্টেডিয়ামের আবহই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দুই সম্রাট দলের যুদ্ধকে অন্য আঙ্গিকে বুধবার রাতে তুলে নিয়ে যাবে বলে ধারণা বার্সা শিবিরেরও। মিলানের (৭ বার) চেয়ে বেশি বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে একমাত্র রিয়াল মাদ্রিদ (৯)। কিন্তু মিলানের শেষ বার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া ২০০৭-এ। বার্সা সেখানে চার বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও তিন বারই সেই খেতাব পেয়েছে গত সাত বছরের মধ্যে।
মিলান সত্যি বলতে কী অতীতের ইউরেপিয়ান ফুটবল-সম্রাট। আর বার্সা সাম্প্রতিককালের। দুই মেগাটিমের মুখোমুখি পরিসংখ্যানেও তার ছাপ। ’৯৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসি মিলান ৪-০ হারায় বার্সেলোনাকে। অথচ তার পরের দশ বারে মাত্র এক বার জিতেছে ইতালীয় ক্লাব। সেটাও ২০০৪-এ। বুধবারও মিলান পরিষ্কার আন্ডারডগ। গত বারের টিম তাদের কার্যত ভেঙে ছত্রখান। গাটুসো, সীডর্ফ, নেস্তা-র মতো ঘরের ছেলেরা তো বটেই, ক্লাব ছেড়েছেন দুই সাম্প্রতিক মহাতারকাইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভা। “সুইড স্ট্রাইকার ও ব্রাজিলীয় সেন্টার ব্যাকের প্যারিস সাঁ জা-এ যোগদানে মিলান এই ম্যাচে অনেক শক্তি হারিয়ে নামবে” বলেছেন বার্সার বিখ্যাত মিডফিল্ডার ফাব্রেগাস। নেই আলেকজান্দ্রে পাতো-র মতো তারকাও। যদিও মিলানের অন্যতম ডিফেন্ডার মেক্সেস দাবি করছেন, “আমাদের ক্লাবের আন্ডারডগ হিসেবে জ্বলে ওঠার বরাবরের নজির আছে। এ বারই সেরি ‘এ’-তে অনেক নীচের দিক থেকে আমরা পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে উঠে এসেছি। শেষ তেরো ম্যাচে মাত্র একটা হেরেছি।”
যুযুধান
বার্সেলোনা
• চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১১ অ্যাওয়ে ম্যাচে ৮ জয়।
• মেসি চ্যাম্পিয়ন্স লিগে ৫৬ গোল করে সর্বাধিক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে। মেসির আগে শুধু রাউল (৭১ গোল)।
• জাভির হ্যামস্ট্রিং চোট সারিয়ে খেলার সম্ভাবনা।
• যদিও আদ্রিয়ানো, আবিদাল ও দাভিদ ভিয়া ফিট না থাকায় মিলানে যেতে পারেননি।
এসি মিলান
• সেরি ‘এ’-তে শেষ ৭ ম্যাচ অপরাজিত। সান সিরো-তে শেষ ৬ ম্যাচই জিতেছে।
গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিরুদ্ধে ৪ বার খেলে ২ ড্র, ২ হার।
• বালেতেলি ছাড়াও চোটের জন্য নেই নাইজেল ডি জং। রোবিনহো-ও হাঁটুর চোটে অনিশ্চিত।
• তবে সুস্থ পাজিনি ও এক ম্যাচ নির্বাসন কাটিয়ে মেক্সেস দলে ফিরছেন।
বার্সেলোনাও ম্যাচের শেষ বাঁশি বাজার আগে এই ম্যাচকে সামান্যও হালকা ভাবে নিতে নারাজ। মেসিদের হেড কোচ টিটো ভিলানোভা গলার ক্যানসার সারাতে নিউ ইয়র্কের হাসপতালে থাকার ফাঁকেই নিজের ও বিপক্ষ দলের খেলা এবং বার্সার প্র্যাক্টিস ভিডিওতে বিশ্লেষণ করে ন্যু কাম্পে সহকারী কোচ রৌরা-কে টেক্সট মেসেজ পাঠিয়ে নির্দেশ দিয়েছেন। জর্দি রৌরা গত ডিসেম্বরে বার্সেলোনা টিমের অন্তর্বর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব পাওয়ার পর মেসিরা ৮ ম্যাচে ৬’টা জিতেছেন। ২টো ড্র। সান সিরোয় মিলান ম্যাচ ৪৫ বছরের রৌরার কাছে আলাদা তাৎপর্যের। ২২ বছর বয়সে ’৮৯-এ ইউরোপিয়ান সুপার কাপ ম্যাচে একই মাঠে একই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাত্র ৯ মিনিট খেলার পরে ফান বাস্তেনের একটা নিরামিষ ট্যাকলে হাঁটুর লিগামেন্ট ছেঁড়ায় মাত্র ২৬ বছরে তিনি অকাল অবসর নিতে বাধ্য হন। মন দেন কোচিংয়ে। এবং জাপান ঘুরে ২০০৯-এ গুয়ার্দিওলার সাপোর্ট স্টাফে যোগ দেন বার্সায়। তার পর গত জুনে ভিলানোভা হেড কোচ হলে রৌরা সহকারী ম্যানেজার পদে উন্নীত হন। মেসি-পিকে-আলবা-বুসকেটস-ইনিয়েস্তাদের কোচের তাই পুরনো হিসেব চুকোনোর পালাও আছে বুধবারের ম্যাচে।
যে ম্যাচে মেসি যথারীতি বার্সার এক্স ফ্যাক্টর। বার্সার শেষ ১৫ ম্যাচে গোল পেয়েছেন এল এম টেন। গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মিলানকে ৩-১ হারানোর ম্যাচে বার্সার দু’টো পেনাল্টি গোলই মেসির। প্রিয় স্প্যানিশ ক্লাবকে টানা চতুর্থ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তোলার লক্ষ্যে আর্জেন্তিনীয় মহাতারকা অবিচল। কিন্তু মেসির দুই সতীর্থ পেদ্রো আর পুয়োল সতর্ক করে দিচ্ছেন। দু’জনেরই প্রায় এক কথা“মিলান সব সময় কঠিন ঠাঁই। দুর্দান্ত ইতিহাস ওদের। এ বার ওদের দলে সুপারস্টার না থাকুক, টিমটা তারুণ্যে ভরা। ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.