টিউশন সেরে বাড়ি ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নলহাটি থানার নগরা মোর থেকে ভদ্রপুর যাওয়ার রাস্তায়। পুলিশ জানায়, মৃতের নাম রাজু শেখ (১২)। তার বাড়ি নলহাটির নগরা গ্রামে। ঘটনার পরে উত্তেজিত জনতা ডাম্পারটির সামনের কাঁচ ভাঙচুর করে। ঘটনাস্থলে পৌঁছলে জনতার তাড়া খেতে হয় পুলিশকে। পরে নলহাটি থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু নগরা গ্রামের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পঞ্চম শ্রেণিতে পড়ত। এ দিন সকালে সে নগরা মোড় থেকে টিউশন সেরে নিজের সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। |
দুবরাজপুরে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক-বাস।—নিজস্ব চিত্র। |
রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের সংস্কারের কাজে নিযুক্ত ডাম্পারটি মাটি আনতে নগরা থেকে ভদ্রপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রচণ্ড গতিতে আসা ডাম্পারটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাজুর সাইকেলের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর।
অন্য দিকে, এ দিন দুবরাজপুর থানা এলাকার জয়দেব মোড়ের কাছাকাছি, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে একটি সরকারি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক-সহ জখম হলেন অন্তত ১৫ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বহরমপুর থেকে দুর্গাপুরগামী একটি সরকারি বাসের সঙ্গে ইলামবাজারের দিক থেকে আসা একটি খালি ট্রাকের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ট্রাকের মুখ উল্টো দিকে ঘুরে যায়। তারপরেও বাসটি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে এবং উল্টে যাওয়া থেকে রক্ষা পায়। |