সোনার দোকানে লুঠপাটে ধৃত ৮
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সোনার দোকানে লুঠপাট চালানোর অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ আট জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বেশ কিছু লুঠ করা সামগ্রী উদ্ধারও হয়েছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশকুমার চাডিয়া জানান, ৩ ফেব্রুয়ারি আসানসোল উত্তর থানার ধাদকা এলাকায় একটি সোনার দোকানে শাটার ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। আসানসোলের ঘাঁটিগলি এলাকা থেকে লুঠের সামগ্রী উদ্ধার করা হয়। এর পরেই অভিযান চালিয়ে পুলিশ ভানোড়া অঞ্চল থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে। এডিসিপি (সেন্ট্রাল) আরও জানান, যে আট জনকে ধরা হয়েছে তারা আগে কখনও ধরা পড়েনি। এই দুষ্কৃতীরা খুব একটা সিদ্ধহস্তও নয় বলে পুলিশের ধারণা। তবে আগে আর কোনও লুঠপাটের ঘটনায় এরা জড়িত কি না, পুলিশ তার তদন্ত করছে।
|
প্রতিবন্ধীদের সঙ্গে দুর্ব্যবহারের নালিশ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরে তোলা নিজস্ব চিত্র। |
শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সঙ্গে বাসকর্মীদের একাংশ যথোচিত ব্যবহার করছেন না, এই অভিযোগে দুর্গাপুরের মহকুমা পরিবহণ আধিকারিকের কাছে মঙ্গলবার স্মারকলিপি দেয় অভিভাবকদের একটি সংগঠন। সংগঠনের পক্ষে সৌমেন উপাধ্যায় অভিযোগ করেন, ৬ ফেব্রুয়ারি আশিস মার্কেটের কাছে ১৮ বছরের এক প্রতিবন্ধীকে বাস থেকে ঠেলে ফেলে দেয় এক বাসকর্মী। হাঁটুতে চোট ও রক্তপাত হয়। এখনও সে চিকিৎসাধীন। তিনি বলেন, “মাঝে মাঝেই এই ধরণের ঘটনা ঘটছে। যে বাসকর্মীরা ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি মহকুমা পরিবহণ আধিকারিকের কাছে।” মহকুমা পরিবহণ আধিকারিকের তরফে অভিযোগের তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
|
কয়লা চুরি রোখার দাবি জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
স্থানীয় বাসিন্দাদের নিয়ে কয়লা চুরি আটকানোর ব্যাপারে দাবি জানাল কেকেএসসি। ঘটনাটি ঘটেছে ইসিএলের নর্থবুক সেন্ট্রাল কোল ডিপোয়। তাদের অভিযোগ, মঙ্গলবার ভোরে বেশ কিছু দুষ্কৃতী কয়লা চুরি করে নিয়ে যাচ্ছিল। এক নিরাপত্তারক্ষীও এক বস্তা কয়লা নিয়ে বাড়ি যাচ্ছিল। কেকেএসসি-র নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ওই নিরাপত্তারক্ষী-সহ অন্য দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেন। কয়লা ফেলে সবাই পালায়। এর পরে কেকেএসসি-র তরফে খনি কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়, কোড়াপাড়ার দিকে যে গেট আছে সেটি খনিকর্মীদের বিশেষ প্রয়োজনে হয় না। অথচ ওই গেট দিয়েই নিয়মিত কয়লা পাচার হচ্ছে। গেটটি বন্ধ করে দিতে হবে। খনি কর্তৃপক্ষ জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
|
ব্লক অফিসে বিক্ষোভ অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
নানা দাবিতে অন্ডাল ব্লক অফিসে বিক্ষোভ দেখাল কংগ্রেস। তাদের অভিযোগ, উখড়া কমিউনিটি হলের ছাদ থেকে জল পড়ছে। শৌচাগার ব্যবহারের অযোগ্য। উখড়া ডাকঘরে দীর্ঘদিন জেনারেটর বিকল। অন্ডাল ব্লকের মূল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির নাম পাল্টে উখড়া শব্দটি ঢোকাতে হবে। এই সব দাবিতে জেলা (শিল্পাঞ্চল) কংগ্রেসের সদস্য কৃষ্ণ রায়ের নেতৃত্বে ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিডিও-কে একটি দাবিপত্রও দেন তাঁরা। বিডিও জানান, বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
|
পুকুরে যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার হল দুর্গাপুরের ওয়ারিয়ায়। মঙ্গলবার দুপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবা চৌধুরী (২৭)। পুলিশ জানায়, কী ভাবে ওই যুবক পুকুরে তলিয়ে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। |